প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ২১:২২ পিএম
ক্রিকেটই তার সব—ধ্যান, জ্ঞান, মনোবাসনা। বলা যায় জীবনও। কিন্তু একটা সময় ঠিকই ব্যাট-প্যাড তুলে রাখবেন বিরাট কোহলি। নেবেন অবসর। তখন কী করবেন ব্যাটিংয়ের রাজা? এমন প্রশ্ন ভক্তকুলের মনে আসাটাই স্বাভাবিক। তবে ভারতের কিং জানিয়েছেন, একবার বিদায় বলে দিলে লম্বা সময় তাকে কেউ খুঁজেই পাবে না।
ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। সপ্তদশ আইপিএলেও তার ব্যাটে বিদ্যুৎ ঝিলিক খেলছে। এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক কোহলি। ১৩ ইনিংসে করেছেন ৬৬১। নুইয়ে পড়া একটি টিমকে প্রাণবন্ত করে তুলেছেন। প্লে অফের দৌড়ে এখনও টিকে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই কোহলির কাছ থেকে দলের প্রত্যাশা অনেক।
ধারাবাহিকভাবে নিজের সেরাটা কীভাবে দিয়ে যাচ্ছেন কোহলি, কোথা থেকে আসে সব সময় ভালো খেলার তাড়না, বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করলেন ভারতীয় কিংবদন্তি। বলেছেন, “খুবই সহজ বিষয়। আমার মতে, খেলোয়াড় হিসেবে আমাদের সবার ক্যারিয়ারেরই একটা শেষ সময় আছে। তাই এখন আমি কেবল আমার কাজ করে যাচ্ছি। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না যে ‘ওহ, ওই দিনে যদি ওটা করতাম’।” এ সময় তিনি আরও বলেন, ‘যখন খেলা ছাড়ব, আমি চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)। তাই যত দিন খেলছি, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। আর এটাই আমাকে খেলা চালিয়ে যেতে তাড়না জোগায়।’