প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ২০:৪৬ পিএম
২০১০ ফুটবল বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ থিম সং বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অসংখ্য মোবাইল ফোনের ‘স্বাগত সুর’ হয়ে উঠেছিল গানটি। ওই গানে খেলোয়াড়দের গোল করার যুদ্ধে অংশগ্রহণের জন্য উৎসাহ দেওয়া হয়।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থিম সং হিসেবে বেছে নেওয়া হয়েছে কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পীর ‘পুন্তেরিয়া’ গানটি। মঙ্গলবার নিজেই এ ঘোষণা দেন শাকিরা। সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্ট। আমার পুন্তেরিয়া গানটি ভক্তদের জন্য এই গ্রীষ্মের সংগীত হতে চলেছে। এটি আমাদের সংস্কৃতি ও সংগীতের শক্তি।’
আমেরিকান র্যাপার কার্ডি বির সঙ্গে গাওয়া গানটি গত মার্চে সামাজিকমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। কলম্বিয়ান শিল্পীর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’-এর অ্যালবাম থেকে নেওয়া হয়েছে গানটি। গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ৮ সেকেন্ড।
২০ জুন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।