× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশন কাপ

ফাইনালে মোহামেডানের সঙ্গী কে?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১০:৫১ এএম

আপডেট : ১৪ মে ২০২৪ ১১:৩৫ এএম

ফাইনালে মোহামেডানের সঙ্গী কে?

ফেডারেশন কাপে পুলিশ এফসিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী-কিংসের মধ্য থেকে সাদা-কালোদের সঙ্গী হবে এক দল। এই প্রতিযোগিতার সবশেষ ফাইনাল খেলেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। আর এবারের স্বাধীনতা কাপের ফাইনালে কিংসের মুখোমুখি হয়েছিল আলফাজ আহমেদের দল। তাই ২১ মে’র ফাইনালে পুনরাবৃত্তি হবে কোনটির, স্বাধীনতা কাপ নাকি সবশেষ ফেডারেশন কাপ? প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজই। 

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গড়াবে আবাহনী-কিংসের মধ্যকার ম্যাচটি। বেলা ৩টায় অনুষ্ঠেয় খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এর আগে কিংসের বিপক্ষে লিগ পর্বের খেলায় দুটিতেই হেরেছে আবাহনী। লিগে আকাশি-নীল জার্সিধারীদের অবস্থান তিনে। সেখানে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলে ফেলেছে অস্কার ব্রুজনের দল। আজ অবশ্য মাঠের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চায় ফেডারেশন কাপের সাবেক চ্যাম্পিয়ন আবাহনী। দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামব। শেষ সময় পর্যন্ত নিজেদের খেলাটা খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে।’

আবাহনীর ফুটবল দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী আজকের ম্যাচ নিয়ে, ‘আমরা লিগ শিরোপা কিংবা স্বাধীনতা কাপ পাইনি। সম্ভাবনা আছে ফেডারেশন কাপ জেতার। কাল (আজ) যদি সবাই ভালো খেলতে পারে, তবে ফাইনালে যেতে পারব। কিংস অবশ্যই ভালো দল। তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না। জমজমাট এক লড়াই হবে বলে মনে করছি।’

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিংসের চেয়ে ঢের পিছিয়ে আবাহনী। লিগের সবশেষ পাঁচ খেলায় আকাশি-নীলদের জয় কেবল দুটিতে। বাকি তিন ম্যাচের একটিতে দেখেছে পরাজয়, দুই ম্যাচে সাফল্য ড্র। এদিকে লিগের সবশেষ পাঁচ খেলাতেই অপরাজিত কিংস। শতভাগ জয়ই পেয়েছে দলটি। গেল ১১ মে মোহামেডানকে হারিয়ে হয়েছে লিগ চ্যাম্পিয়ন। যদিও লিগ শিরোপা জিতে সন্তুষ্ট নয় তারা। দলটির চোখ এখন তিন ট্রফিতে। ইতোমধ্যে তারা স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা জিতে নিয়েছে। এবার দলটি জিততে চায় ফেডারেশন কাপের ট্রফি। তার আগে অবশ্য পেরোতে হবে সেমিফাইনালের বৈতরণী। সেটি কোচ অস্কার ব্রুজনের কথাতেই পরিষ্কার, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যেই খেলবে সবাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা