× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্সেনালকে টপকে শীর্ষে ফিরল ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ২১:১৬ পিএম

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩৬ রাউন্ডের লেখায় ৪-০ গোলে জিতেছে গার্দিওলার দল। ছবি : সংগৃহীত

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩৬ রাউন্ডের লেখায় ৪-০ গোলে জিতেছে গার্দিওলার দল। ছবি : সংগৃহীত

লিগ শিরোপা জেতার রেসে দারুণভাবেই ছিল ম্যানচেস্টার সিটি। এবার সেটিকে আরও পূর্ণতা দিল পেপ গার্দিওলার দল। ফুলহ্যামকে উড়িয়ে আর্সেনালকে দুইয়ে নামিয়ে শীর্ষে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে শনিবার ৩৬ রাউন্ডের লেখায় ৪-০ গোলে জিতেছে গার্দিওলার দল। ম্যানসিটির একক আধিপত্যের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার জিভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন ফিল ফোডেন। পেনাল্টি থেকে শেষটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে।

৩৬ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে ম্যানসিটির পয়েন্ট এখন ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আজই আবার শীর্ষে ফেরার সুযোগ পাচ্ছে আর্সেনাল। ওল্ডট্রাফোর্ডে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আতিথেয়তা নেবে মিকেল আর্তেতার দল। এদিকে ম্যানসিটির জয়ে লিভারপুলের যা একটু আশা ছিল, তাও শেষ হয়ে গেল। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইয়ুর্গেন ক্লপের দল।

ম্যাচের ১৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনেকে বল বাড়িয়েই বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েন ভার্দিওল। এরপর ফিরতি পাস পেয়ে বক্সে প্রথম ছোঁয়ায় গোলটি করেন ক্রোয়াট ডিফেন্ডার। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। আলগা বল পেয়েই নিচু শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। এবারের লিগে ফোডেনের গোল হলো ১৭টি। ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ভার্দিওল। সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে আলভারেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার দিওপ। আর স্পট কিকে ফুলহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ২৪ বছর বয়সি এ আর্জেন্টাইন। লিগের শেষ দুই রাউন্ডে ম্যানসিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা