প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ২০:২৩ পিএম
আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি
বিশ্বকাপ। নবম আসরের পর্দা নামলেই কোচ খোঁজার মিশন শুরু হবে ভারতের। ভারতীয় ক্রিকেট
কন্ট্রোল বোর্ডের সঙ্গে শিগগিরই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের।
তাই আগামী কয়েকদিনের মধ্যেই রোহিত শর্মাদের কোচ হতে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন
চাইবে বিসিসিআই।
দীর্ঘ মেয়াদে কোচিং করাবে
এমন একজনকেই খুঁজছে ভারত। তবে ভারতের বর্তমান প্রধান কোচ পদে দ্রাবিড় যদি চালিয়ে যেতে
চান, তবে নতুন বিজ্ঞপ্তিতে তাকে নতুন করে আবেদন করতে হবে। মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে
সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আবেদন চাওয়া শুরু
করব। জুনে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। তিনি পুনরায় আবেদন করতে চাইলে করতে পারেন।’
শাহ জানিয়েছেন, ‘তিন বছরের জন্য দীর্ঘ মেয়াদে একজন কোচ খুঁজছি আমরা। ভারতের ক্রিকেটে আলাদা আলাদা সংস্করণের জন্য আলাদা কোচ নিয়োগের নজির নেই। এ ছাড়া সব সংস্করণেই খেলা ভালোসংখ্যক খেলোয়াড় আছে আমাদের। তবে এই সিদ্ধান্ত নেবে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। আমাকে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।’