প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ২০:১৫ পিএম
রিয়াল মাদ্রিদকে সুদিন এনে
দেওয়ার অন্যতম কারিগর ভিনিসিয়ুস জুনিয়র। লিগজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স তার। গোল করছেন,
সতীর্থদের দিয়ে করাচ্ছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে জোড়া গোল
পেয়েছেন। ফিরতি লেগেও সতীর্থদের দিয়ে প্রতিপক্ষের জাল গুঁড়িয়ে দিয়েছেন। দুই লেগে হয়েছেন
ম্যাচসেরা।
ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পাবেন ভিনিসিয়ুস। ভিনির এমন অদম্য ছুটে চলা বলে দিচ্ছে ব্যালেন ডি’অর থেকে হাত ছোঁয়া দূরত্বে তিনি। চ্যাম্পিয়নস লিগ জেতার কঠিন চ্যালেঞ্জ পেরোনো বাকি থাকলেও বাজিকরদের হিসাবে ভিনি কিন্তু এখনই ব্যালন ডি’অর জয়ে ফেবারিট। সম্প্রতি শীর্ষ সারির বেটিং প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে ফেবারিটের এই তালিকাটি সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
বাজিকরদের হিসাবে ভিনির বাজির
দর এখন ২.৩৫। অর্থাৎ ভিনি যদি ব্যালন ডি’অর জেতেন এবং তার পক্ষে এক টাকা বাজি ধরলে
২.৩৫ টাকা দেওয়া হবে। যেহেতু সাফল্যের সম্ভাবনা বেশি তাই তাকে নিয়ে বাজি ধরে জিতলে
কম টাকা মিলবে। এ তালিকায় আছেন ভিনির ইংলিশ সতীর্থ জুড বেলিংহাম। তার দর ধরা হয়েছে
৩.৪ থেকে ৪-এর মধ্যে। যা ভিনির চেয়ে বেশি। এখন কেউ যদি বেলিংহাম নিয়ে বাজি ধরে জেতেন
তবে ভিনিকে নিয়ে যিনি ধরবেন তার চেয়ে বেশি টাকা পাবেন। কারণ বেলিংহামের সম্ভাবনা এই
মুহূর্তে ভিনির চেয়ে কম।