× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ফুটবল

পুলিশ কী পারবে আবাহনীকে চমকে দিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৩:০২ পিএম

প্রিমিয়ার লিগের খেলায় আজ ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে পুলিশ। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের খেলায় আজ ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে পুলিশ। ছবি : সংগৃহীত

চার দিনের ব্যবধানে ফের মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ পুলিশ এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চমকে দিয়েছিল তারা। যদিও এগিয়ে থাকার পরও ম্যাচটি জিততে পারেনি পুলিশ। সাদা-কালোদের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে। এবার লড়াইটা ভিন্ন মঞ্চে। প্রিমিয়ার লিগের খেলায় আজ ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে পুলিশ। পয়েন্ট টেবিলের পাশাপাশি থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে, আবাহনী নাকি পুলিশ?

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আবাহনীর বিপক্ষে সবশেষ তিনটি মুখোমুখি লড়াইয়ে জয়ের দেখা পায়নি পুলিশ। গেল মৌসুমে এক ম্যাচে ৪-০ গোলে পরাজয়ের পর ‍ফিরতি লেগে গোলশূন্য ড্র-ই পুলিশের সাফল্য। এবারের মৌসুমে প্রথম লেগের খেলায় পুলিশের পরাজয়ের ব্যবধান ৪-১। তাই এটা বলাই যায় পুলিশের বিপক্ষে কতটা আধিপত্য আবাহনীর। সেই ধারা আজ গোপালগঞ্জে ধরে রাখবে আন্দ্রেস ক্রুসিয়ানির দল এমনটাই প্রত্যাশা দলটির সমর্থকদের।

১৪ রাউন্ড শেষে ২১ পয়েন্ট পাওয়া পুলিশ আছে ছন্দে। লিগের সবশেষ পাঁচ খেলাতেই তারা অপরাজিত। তিন ম্যাচে জয়ের পাশাপাশি দুটি খেলায় ড্র নিয়ে মাঠ ছেড়েছে পুলিশ। সমান খেলায় পুলিশের এক ধাপ ওপরে থাকা আবাহনীর পয়েন্ট ২৫। সবশেষ চার খেলায় আকাশি-নীলদের জয় তিনটিতে। বাকি দুই ম্যাচের একটিতে পরাজয় এবং অন্যটিতে ড্র করেছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। তবে পুলিশকে মোকাবিলার আগে খুব একটা স্বস্তি নেই দলে। লিগের সবশেষ খেলায় কিংস অ্যারেনায় ২-১ গোলের পরাজয় সঙ্গী হয়েছে বসুন্ধরা কিংসের বিপক্ষে। ফেডারেশন কাপের খেলায় তিন দিন পরই সেই কিংসের বিপক্ষে মাঠে নামবে আবাহনী।

লিগ শিরোপা রেসে নেই আবাহনী। তবে রানার্সআপ হওয়ার সুযোগ আছে তাদের সামনে। যদিও এটি বলাই যায় দলটির ফোকাস এখন ফেডারেশন কাপে। আজকের খেলাটি আবাহনীর কাছে সে অর্থে কম গুরুত্বেরই। সেটির সুযোগ নিতে চাইবে পুলিশ। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে শক্তিশালী আবাহনীর বিপক্ষে কতটা নিংড়ে দিতে পারবে পুলিশের খেলোয়াড়রা সেটিই এখন দেখার বিষয়। আবাহনীর বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিতে পারলে টেবিলে সেরা চার অনেকটাই পোক্ত হবে পুলিশের। 

একই সময়ে দিনের অপর খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে মোকাবিলা করবে শেখ রাসেল। দুই দলের গেল মৌসুমের দুটি এবং এই মৌসুমের একটি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যার একটি ১-১ গোলে ড্র এবং বাকি দুটি নিষ্পত্তি হয়েছে গোলশূন্য সমতায়। অবনমন অঞ্চলে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১০। তাদের ঠিক ওপরে টেবিলের আটে থাকা শেখ রাসেলও স্বস্তিতে নেই। ১৪ রাউন্ড শেষে দলটির ঝুলিতে আছে কেবল ১৪ পয়েন্ট। যে কারণে অবনমন এড়ানোই এই দুই দলের মূল লক্ষ্য থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা