প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ১০:০৪ এএম
আপডেট : ১০ মে ২০২৪ ১১:১০ এএম
আইপিএলে নিজেদের প্রথম ট্রফি জিতে শোরগোল ফেলে দিয়েছিল গুজরাট টাইটান্স। গত মৌসুমেও ফাইনালে পৌঁছে তারা। এবার অবশ্য প্লে-অফে পৌঁছানোর রাস্তাটা কঠিন শুভমান গিলদের। নিজেদের শেষ তিন ম্যাচে জিততেই হবে তাদের। যদিও তিন ম্যাচের দুটি নিজেদের ঘরের মাঠে। আর ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে গুজরাট। সে ম্যাচে গিলদের বিশেষ জার্সিতে খেলতে দেখা যাবে।
১৩ মে কেকেআরের বিপক্ষে গাঢ় নীল রঙের জার্সির বদলে ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলবেন গিলরা। আসলে এ ল্যাভেন্ডার জার্সির মাধ্যমে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এবং এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আগ্রহী গুজরাট। সেজন্যই এ বিশেষ জার্সি পরে মাঠে নামবে তারা।
এক বিবৃতিতে গুজরাটের তরফে জানানো হয়, ‘এর মাধ্যমে আমরা ক্যানসার আক্রান্তদের চিকিৎসা এবং দ্রুত রোগ চিহ্নিত করার গুরুত্ব বাড়াতে আগ্রহী।’