প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ০৯:২১ এএম
আপডেট : ১০ মে ২০২৪ ১১:০৮ এএম
সম্প্রতি ইমাদ ওয়াসিম এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এবং মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরেছন দেশের স্বার্থে। পিসিবি তাদের ফিরিয়েছে আরেকটা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। ইমাদ অবশ্য মন্দ বলেননি। দুই তারকা যত দিন পাকিস্তানের জার্সিতে খেলেছেন স্বমহিমাম জ্বলেছেন।
সাড়ে চার বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির-ইমাদ। তাদের প্রত্যাবর্তনটা একেবারে মন্দ হয়নি। তবে মাঠের বাইরে এক সমস্যায় পড়ে তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন আমির। ভিসা জটিলতায় পড়েছিলেন এ পেসার। দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিমানে চড়া হয়নি তার। অবশেষে সমস্যার সমাধান হয়েছে। আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে আইরিশ দূতাবাসে ভিসার জন্য আবারও কাগজপত্র জমা দেন আমির।