× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রশিদের স্মৃতি রোমন্থন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২১:১৯ পিএম

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান; ফাইল ছবি

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান; ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও ‍যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে মারকাটারি এই টুর্নামেন্ট। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে মাঠে নামার আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি রোমন্থন করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। 

গতকাল বুধবার (৮ মে) ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ‘দ্য ক্রিকেট মান্থলি’তে সাক্ষাৎকার দিয়েছেন ২৫ বছর বয়সি রশিদ। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গেল ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে চোট নিয়ে খেলা ও রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারানোর পর সারা রাত উদযাপনের কথা। 

রশিদ জানান, বিশ্বকাপের আগে ডাক্তার তাকে অস্ত্রোপচার করাতে বলেছিলেন, কিন্তু তিনি টুর্নামেন্টে তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য ওই সময়ে অপারেশন করাননি। ফলে টুর্নামেন্টের আগে এবং ম্যাচের মাঝেও ইনজেকশন নিয়েছিলেন তিনি, ‘ফিজিওকে বলেছিলাম, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। তিনি আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি খেলাটিকে চালিয়ে যাওয়ার জন্য ব্যথানাশক ইনজেকশন ব্যবহার করেছিলাম, কিন্তু বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে আমি আক্ষরিক অর্থেই ৪০ শতাংশ ফিটনেস নিয়ে খেলেছি।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বড় চমকের নাম ছিল আফগানিস্তান। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলকে হারিয়ে তারা সেমিফাইনালের দৌড়েও ছিল শক্ত অবস্থানে। যদিও শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। তীরে এসে তরী ডুবিয়েছে দলটি। তবে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বেশি খুশি ছিলেন এই লেগ স্পিনার, ‘পাকিস্তানকে হারিয়ে সারা রাত উদযাপন করেছি এবং প্রচুর নেচেছি। পুরো আফগানিস্তান স্কোয়াড আমাকে নাচতে এবং উদযাপন করতে দেখে অবাক হয়েছিল; তারা আমাকে এ ধরনের মেজাজে কখনও দেখেনি। সেই আনন্দটা অন্যরকম ছিল কারণ সেই উপলক্ষ ছিল পুরো দেশে।’

চোটের সমস্যা নিয়ে পুরো টুর্নামেন্ট খেললেও, রশিদের অভিজ্ঞতা ছিল বিভীষিকাময়। তিনি বলেন, ‘আমি ঘুমাতে পারতাম না। আমি মাঝে মাঝে ভোর চার বা পাঁচটায় ঘুমাতাম। ঘুমের ট্যাবলেট এবং ব্যথানাশক ওষুধ খেয়ে ঘুমাতে হত। কখনও কখনও আমি আমার পা ঠিকভাবে তুলতে পারছিলাম না। আমি রুমেই সব খাবার খেতে শুরু করি। শেষ ম্যাচের সময় কোচ আমাকে বলেছিল আমার খেলার দরকার নেই, কিন্তু আমি বলেছিলাম যে আমি ব্যথানাশক খেয়ে খেলব। শরীর গরম হওয়ার পর আমি অস্বস্তি বোধ করছিলাম না, কিন্তু খেলার পর এমন অবস্থাও হয়েছে যে আমি নড়াচড়া করতে পারিনি।’

পরবর্তীতে বিশ্বকাপ শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রশিদ। প্রথম এই অভিজ্ঞতা নিয়ে তিনি আতঙ্কিতও ছিলেন বলে জানান, ‘ডাক্তার আমাকে বললেন ‘‘এটি আপনার প্রথম এমআরআই এবং এটি বিশ্বকাপের পরে আপনার দ্বিতীয় এমআরআই, তাই আপনি দেখতে পাচ্ছেন যে ডিস্কটি কত বড় হয়ে গেছে।’’ সত্যি কথা বলতে আমি নার্ভাস ছিলাম। এটা আমার ক্যারিয়ারে প্রথম কোনো অস্ত্রোপচার হতে যাচ্ছিল। ডাক্তার জানিয়েছিলেন যে একটি ব্যর্থ অস্ত্রোপচার আমার খেলার ক্যারিয়ার শেষ করে দিতে পারে, যা আমাকে টেনশনে ফেলে দেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা