× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকাতে মেলে না চ্যাম্পিয়নস লিগ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৪ ২১:০৫ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ২১:৪১ পিএম

মঙ্গলবার রাতে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে বরুশিয়া ডর্টমুন্ড। ছবি : সংগৃহীত

মঙ্গলবার রাতে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে বরুশিয়া ডর্টমুন্ড। ছবি : সংগৃহীত

তিন বছর আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ঘরের মাঠের রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেয় এফসি শেরিফ। মলদোভার একটি ক্লাব প্রতিযোগিতার সেরা দলটিকে হারাবে এ কথা ঘুণাক্ষরেও হয়তো কেউ ভাবেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে রিয়ালের পরাজয়ের পর কত আলোচনা-সমালোচনারই না জন্ম দিয়েছিল! রিয়ালের স্কোয়াডের একজন খেলোয়াড়ের দাম দিয়ে তখন শেরিফের মতো দল গঠন করা যেত। যদিও পরের লেগে মলদোভাতে গিয়ে ৩-০ ব্যবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোসরা। 

এই গল্পটা ফের সামনে আসার কারণ ইতোমধ্যে হয়তো জানা হয়ে গেছে অনেকের। না জানা থাকলেও বলছি, মঙ্গলবার রাতে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে বরুশিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে একই ব্যবধানে জিতেছিল জার্মান জায়ান্টরা। ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ঘুরে দাঁড়াবে পিএসজি, এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু তেমন কিছু হয়নি। সম্মিলিতভাবে ২-০ ব্যবধানে জিতে পিএসজির হৃদয় ভেঙে ১১ বছর পর ফাইনালে উঠে গেল ডর্টমুন্ড।

অথচ স্কোয়াডের দিকে তাকালে পিএসজির শিবিরে আছেন উসমান দেম্বেলে, মার্কো আসেনসিও, গনসালো রামোসদের মতো তারকারা! এ ছাড়া পিএসজির ঘরে আছে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। যার বর্তমান বাজারমূল্য ১৮ কোটি ইউরো। এই পরিমাণ অর্থ দিয়ে মাঝারি মানের কয়েকটা ফুটবল দলই গঠন করা যায়। ফ্রান্স ফরোয়ার্ডের দামের প্রায় অর্ধেক মূল্য ডর্টমুন্ডের পুরো স্কোয়াডের। অন্যদিকে পিএসজির গোটা স্কোয়াডের মূল্য হিসাব করলে যা ডর্টমুন্ডের ধারেকাছেও নেই। পিএসজির স্কোয়াডের মূল্য যেখানে ১০২ কোটি ইউরো, সেখানে ডর্টমুন্ডের সব খেলোয়াড়ের মূল্য হিসাব করলে দাঁড়ায় ৪৬ কোটি ৩৭ লাখ ইউরো। অথচ মাঠের লড়াইয়ে দুই লেগেই পিএসজিকে হারিয়ে সবার আগে ফাইনালে সেই ডর্টমুন্ড! এই ম্যাচে পিএসজির হারের পর অনেকেই বলছেন, খেলাধুলায় টাকায় মেলে না সবকিছু, অন্তত চ্যাম্পিয়নস লিগ ট্রফি! 

দুই লেগে হারের ব্যাপারটির সঙ্গে যোগ হচ্ছে পুরো ১৮০ মিনিট খেলেও ডর্টমুন্ডের জালে একবারও বল পাঠাতে পারেনি পিএসজি। যদিও তাদের ভাগ্য সহায় ছিল না। ফাইনাল লেগেই বেশ কয়েকবার বারে লেগে ফিরে এসেছে বল। প্রথম লেগেও কয়েকবার ঘটেছে এমন ঘটনা। যা পিএসজির সমর্থক, কোচ লুইস এনরিকে, ম্যানেজমেন্ট এমনকি সভাপতি নাসের আল খেলাইফিকে বেদনাবিদ্ধ করছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘এই লেগে ফুটবল আমাদের সঙ্গে ন্যায্য ছিল না। এটা মেনে নিতে হবে, ফাইনালে ওঠা দলকে অভিবাদন জানাতে হবে, শোক পালন শেষে এই হতাশা কাটিয়েও উঠতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা