× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

কম্বিনেশন মাথায় রেখেই দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ২০:৩৬ পিএম

শান্তদের দলে এসেছে তিন পরিবর্তন— পুরোনো ছবি

শান্তদের দলে এসেছে তিন পরিবর্তন— পুরোনো ছবি

অনুমিত ছিল এমন— জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরবেন তিনজন, বাদ পড়বেন সমসংখ্যক। বাদ পড়াদের তালিকায় আছেন— পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাকের ভাষায়, বাদ নয় এই তিনজন যাচ্ছেন দলের বাইরে। আলাদা করে বলা হয়েছে শরিফুলের বিশ্রামের কথা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান, ১০ মাস পর ফিরেছেন সাকিব আল হাসান ও ইনজুরি কাটিয়ে এসেছেন সৌম্য সরকার। ঠিকঠাক থাকলে ১০ মে চতুর্থ টি-টোয়েন্টির একাদশেও দেখা যেতে পারে এই ত্রয়ীকে!

গতকাল বুধবার ঢাকা পর্বের দুই ম্যাচের দল দেওয়ার পর নানা বিষয়ের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। নির্বাচক রাজ্জাক শুনিয়েছেন, সাকিব, ফিজ ও সৌম্যর ফেরার গুরুত্ব। কম্বিনেশনের বিচারে বাকি তিনের বাদ পড়ার কারণ এবং খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর গুরুত্ব। বলা হয়েছে, বিশ্বকাপের আগে ফর্ম মূল্যায়নের সুযোগের কথা। ঢাকা পর্বে ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই ম্যাচ গড়াবে মাঠে। 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তিনটি শেষেই সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার অপেক্ষা পরীক্ষা-নিরীক্ষা বা খেলোয়াড়দের বিশ্বকাপের আগে বাজিয়ে দেখার। সেই লক্ষ্যেই দলে তিন পরিবর্তন। বাদ পড়াদের দুজন অর্থাৎ পারভেজ ও আফিফ জায়গা হারিয়েছেন কম্বিনেশনের বিচারে। শরিফুল আছেন বিশ্রামে। টানা খেলার পর টাইগার পেসারকে আপাতত কিছুটা ক্লান্তি কাটানোর সুযোগ দিচ্ছে বিসিবি। 

শরিফুলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া বলেও জানানো হয়েছে। জাতীয় দলে তিন ফরম্যাটে নিয়মিত সদস্য শরিফুল। লম্বা সময় ধরেই আছেন খেলার মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ। এরপর কুড়ি ওভারের বিশ্ব আসর। তার আগে শরিফুলকে চাঙ্গা হওয়ার সুযোগ দিয়েছে বিসিবি। গতকাল নির্বাচক রাজ্জাকও বলেছেন তেমনটাই, ‘শরিফুলকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য। ও অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলছে, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে। শরিফুলকে একটা বিরতি দেওয়া হয়েছে। যাতে পরিবারকে সময় দিতে পারে। নিজেও একটু বিশ্রাম যেন পায়। শরীরটাকে চাঙ্গা করে যেন ফিরতে পারে।’

আইপিএল খেলে ২ মে দেশে ফেরা মুস্তাফিজকে নিয়েও বিসিবির একই পরিকল্পনা। ফিজের সঙ্গে কথাই হয়েছিল বিশ্রামের ব্যাপারে। বাঁহাতি পেসারকেও বিশ্বকাপে সতেজ দেখতে চায় বিসিবি। রাজ্জাকের কথায়, ‘মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম। ভারত থেকে ফেরার পর ওর সঙ্গে কথা বলেই সব করা হয়েছে। ওকে বিশ্রাম দিতে চেয়েছিলাম একটা পর্যায়ে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল, আগে নেবে নাকি পরে নেবে। তো আগে নেওয়ার কথা বলেছে। বিশ্রাম নিয়ে একবারে খেলে চলে যাবে।’

বাদ পড়া ইমন ও আফিফ প্রথম চট্টগ্রামে তিন টি-টোয়েন্টির কোনোটিতে খেলার সুযোগ পাননি। মূলত অভিজ্ঞ ক্রিকেটার ফেরাতেই তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে। রাজ্জাকের ভাষ্য, ইমন থাকছেন প্রক্রিয়ার মাঝে। জানান, ‘সৌম্য ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে চাই ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি প্রক্রিয়ার মধ্যেই আছে।’

সিরিজে তিন ম্যাচ বেঞ্চে থাকা আফিফকে নিয়েও রাজ্জাকের একই মত। সাকিবের ফেরা এবং দলের কম্বিনেশনের কাছে জায়গা হারিয়েছে আফিফ। তবে জিম্বাবুয়ে সিরিজ তথা বিশ্বকাপের আগে দলে থাকা সবাই আছেন বিসিবির রাডারে। তবে দলের এই পরিবর্তন পরিকল্পিত ছিল, ‘শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা সাকিবকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। আফিফের ক্ষেত্রেও একই ব্যাপার, যারাই এই দলে আছে, সবাই কিন্তু সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।’

সেই কম্বিনেশন কিংবা বিশ্বকাপের আগে খেলোয়াড়দের সেরা ফর্মে ফেরানোর কাজটাই করতে চাচ্ছে বিসিবি। চোট কাটিয়ে ফেরা সৌম্য এবং বিরতি কাটিয়ে আসা সাকিব-মুস্তাফিজ কতটা ফর্মে ফেরেন, সেটাই দেখার অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা