× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাবরদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ২১:২১ পিএম

কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাবরদের

ওয়ানডে বিশ্বকাপের টপ স্কোরার তিনি। টি-টোয়েন্টিতেও রান বন্যা বইয়ে দিচ্ছেন। আইপিএলের সপ্তদশ আসরে সেরা সংগ্রাহকদের তালিকায় তার নাম। নিশ্চয়ই বিরাট কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা দলগুলোর। বিশেষ করে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।

পরিসংখ্যান বলছে, বাবর আজমের বিপক্ষে অন্যতম সফল ব্যক্তি কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সাবেক অধিনায়কের গড় ৫১.৭৬। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তা ৮১.৩৩। সবশেষ সাক্ষাতেও বাবরদের একাই ধসিয়ে দেন কোহলি। তাই আলাদা সতর্ক থাকতে হবে সাবেক বিশ্বকাপজয়ীদের। যদিও বাবর বলছেন ভিন্ন কথা, ‘কোহলিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের।’

আয়ারল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবর বলেছেন, ‘দল হিসেবে তাদের শক্তিমত্তা বিবেচনায় নিয়ে আপনি সব সময় অন্য দল নিয়ে পরিকল্পনা করেন। আমরা কোনো খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করছি না। আমরা ১১ জন নিয়েই পরিকল্পনা করি।’

বিশ্বকাপ ও দল নিয়ে বাবর বলেছেন, ‘বিশ্বকাপ কাছেই, এখন অদলবদলের জন্য পর্যাপ্ত সময় নেই। বিশ্বকাপের আগে যেসব ম্যাচ বাকি আছে, সেখানে আমরা বিশ্বকাপে যে দলটা খেলাতে চাই, তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সেরা একাদশ নিয়ে বাকি ম্যাচগুলো খেলব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা