× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল

এনরিকের চোখ স্রেফ জয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৬:৪৮ পিএম

ফাইনালে ওঠার মঞ্চ পার্ক দে প্রিন্সেসে প্রস্তুত— সংগৃহীত ছবি

ফাইনালে ওঠার মঞ্চ পার্ক দে প্রিন্সেসে প্রস্তুত— সংগৃহীত ছবি

কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে পিএসজির সামনে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের দল। আজ রাতে ঘরের মাঠে পিএসজির তাই জিতলেই হবে না, অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হবে বরুশিয়া ডর্টমুন্ডকে। পার্ক ডে প্রিন্সেসে কোচের চাওয়া শুধুই জয়, এ ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না পিএসজি বস।

ইয়েলো ওয়ালকে রুখতে পারলে পিএসজি দ্বিতীয়বারের মতো পা রাখবে ফাইনালে। এনরিকের লক্ষ্যও স্রেফ শিরোপার মঞ্চে, ‘লক্ষ্য দুই গোলে জয় না, লক্ষ্য শুধু জয়। যদি মনে করেন লক্ষ্য দুই গোল, সেটা অনেক বড় কাজ। আমরা শুধু খেলতে চাই এবং গোল করতে চাই। যদি ৮৯ মিনিটে গোল করি, সেটা চালিয়ে যেতে হবে। আমরা শুধু গোল করতেই চাই না, আমরা জিততে চাই।’

এনরিকের মতে, দুদলের খেলাই হবে অন্য পর্যায়ের এবং খেলা দুদলের জন্যই কঠিন হবে। তবে আক্রমণাত্মক দিকেই চোখ পিএসজি বসের, ‘দুই মিনিটে দুই গোল করতে পারেন, কিন্তু গোল হজমও করতে পারেন। আমাদের শতভাগ আক্রমণ ও রক্ষণের দিকে মনোযোগ রাখতে হবে। যদি একটি গোল হজম করিও, আমাদের শান্ত থাকতে হবে। যদি দ্রুত দুই গোল করে ফেলি, প্রতিপক্ষ আমাদের ওপর চড়াও হবে।’

শিরোপার মঞ্চে ওঠার ম্যাচের আগে পিএসজি সমর্থকদের আশার কথাই শুনিয়েছেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে। রবিবার রাতে স্থানীয় সংবাদমাধ্যমকে ফ্রান্স তারকা বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী। ফিরতি লেগে আমরা সামগ্রিকভাবে জিতেই ফাইনালে জায়গা করে নেব।’

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাত বাংলাদেশ সময় ১টায় পিএসজির মাঠে নামবে এগিয়ে থাকা ডর্টমুন্ড।  সনি স্পোর্টস ২ চ্যানেলে দেখা যাবে ফাইনালে ওঠা মহারণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা