× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের দাবিকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১১:৫১ এএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১২:৪১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি এক অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগটা যদি টি-টোয়েন্টিতে হতো, তাহলে বাংলাদেশ হয়তো উপকৃত হতো। তবে টাইগার এ বিশ্বসেরা অলরাউন্ডারের এমন দাবিকে দুষ্টুমি বলছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সোমবার (৬ মে) বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ২০২৩-২৪ আসরের শিরোপা জয়ী আবাহনী লিমিটেডের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন পাপন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের দাবির বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি। 


পাপন বলেন, ‘এইবারের টায় তো সম্ভব ছিল বলে আমার জানা নেই। কারণ এটা লিস্ট এ টুর্নামেন্ট। লিস্ট এ টুর্নামেন্ট তো আমি পঞ্চাশ ওভার ছাড়া করতে পারব না। যেটা পারতাম সেটা হয়তো লিস্ট এ টুর্নামেন্টটা বাদই দিয়ে দিতে পারতাম এবার। এটা হয়তো আমার মাথায় আসেনি। আমার মনে হয় ও (সাকিব) দুষ্টুমি করেছে।’


একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলে বিশ্বকাপের প্রস্তুতি না নিয়ে সাকিব ডিপিএল কেন খেলছে এই প্রশ্নও করেছেন পাপন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা যে জিম্বাবুয়ে সিরিজটা খেলছি এটাও তো টি-টোয়েন্টি। তার আগে কিন্তু আমরা বিপিএল খেলেছি। এবার আমরা একটা জমজমাট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএল দেখেছি। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেললাম। তারপরেও প্রস্তুতি লাগবে? জিনিসটা আমার কাছে মনে হয় যে ও (সাকিব) এমনি বলেছে আমার ধারণা। কারণ যদি তাই হতো আমার তো মনে হয় ও টি-টোয়েন্টি (জিম্বাবুয়ে সিরিজ) খেলতে পারত। ও তো ওয়ানডে বেছে নিয়েছে বিশ্বকাপের আগে।’


ওপেনিংয়ে লিটন দাস দীর্ঘদিন ধরে ফর্মে নেই। জিম্বাবুয়ের বিপক্ষেও হাসেনি তার ব্যাট। প্রথম টি-টোয়েন্টিতে ১ রান করার পর দ্বিতীয় ম্যাচেও ২৫ বলে ২৩ রান করেন। তার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা হচ্ছে কি না, ওপেনিং জুটিটা আরেকটু ভালো হলে হতো কি না এমন প্রশ্নে পাপন তুলে এনেছেন আইপিএল প্রসঙ্গ, ‘আসলে সমস্যাটা হয়েছি কি, আইপিএল চলছে। এবারের আইপিএল দেখে কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কী। ২৫০-২৬০ করেও জিততে পারছে না। আর আমরা কী করছি? আমরা ২৪০-২৪৫ করতেই হিমশিম খাচ্ছি মনে হয়। আসলেই হিমশিম খায় নাই। কিন্তু ওরা যেভাবে খেলছে ওটার সঙ্গে (আইপিএল) বিরাট গ্যাপ। গতবছরও এতটা মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে।’


লিটন দ্রুত ফর্মে ফিরে আসবে বলেও বিশ্বাস পাপনের, ‘আমরা বিশ্বাস করি, লিটন দাস দ্রুত রানে ফিরে আসবে। সে দ্রুত ফিরুক এটাই চায় আমরা। শুধু লিটন দাস না প্রত্যেকটা প্লেয়ার যারা আছে তারা তাদের বেস্ট পারফর্ম্যান্সে থাকুক। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই। এখন হাত খুলে খেলতে হবে। হাত খুলে না খেললে আসলেই বড় রান করাটা খুব কঠিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা