× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপ প্রস্তুতি নয় : পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ২২:০০ পিএম

জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপ প্রস্তুতি নয় : পাপন

আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই আসর সামনে রেখে আইসিসির কাছে ১৫ সদস্যের দলের নাম পাঠিয়েছে বাংলাদেশ। যদিও তা এখনও প্রকাশ্যে আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ২৫ মের আগেই চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

সোমবার (৬ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৩-২৪ মৌসুমের সমাপনী অনুষ্ঠানে, বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতির কথাই বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আইসিসিতে যে ১৫ জনের দল পাঠানো হয়েছে সেখানে কি কোনো পরিবর্তন আসবে, এই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ওরা হয়তো শেষ সময়ের জন্য অপেক্ষা করছে। কয়েকজনের ইনজুরির ইস্যু আছে। ধরেন, কেউ এখন ইনজুরড বা পুরোপুরি সুস্থ না। এ রকম কোনো সুযোগ আছে কি না, সেটা দেখছে তারা। আমি মনে করি, জিম্বাবুয়ের সঙ্গে যেটা হয়েছে সাইফউদ্দিন ও ছোট সাকিব (তানজিম হাসান) দুজনেরই এই সিরিজে থাকার কথা না। যেহেতু তাসকিন, শরিফুল আছে, মুস্তাফিজও সামনে খেলবে। ছোটখাটো কিছু ফিনিশিংয়ের কাজ হয়তো বাকি আছে। কিন্তু মেইন স্কোয়াড আমার ধারণা আপনি যাকে খুশি জিজ্ঞেস করেন বলে দেবে কে কে খেলবে। আর অতিরিক্ত কে থাকবে কিংবা থাকবে না, তা নিয়ে জানার দরকার কী।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলনামূলকভাবে ভালো ছিল বাংলাদেশের পারফরম্যান্স। গত আসরের আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল টাইগাররা। সেখানে এবার বাংলাদেশ প্রস্তুতির জন্য খেলছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। প্রস্তুতির তুলনা করতে হলে এবার কোথায় রাখবেন? এমন প্রশ্নে পাপনের জবাব, ‘আমি আগেই বলেছি জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) খেলা। আমরা কি এফটিপির খেলায় ওদের পয়েন্ট দিয়ে দেব? সো এটার সঙ্গে আমাদের বিশ্বকাপ প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় বিষয়টি আমরা যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের বিপক্ষে খেলতে চাচ্ছি ওদের উইকেট, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা