× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়েই বিশ্বকাপে যাচ্ছে উগান্ডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৯:০২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৯:৩৭ পিএম

জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকান অঞ্চলের বাছাই বাধা পেরিয়েছে উগান্ডা।

জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকান অঞ্চলের বাছাই বাধা পেরিয়েছে উগান্ডা।

স্কোয়াড ঘোষণার ঘণ্টাকয়েক আগে ‘উগান্ডা অ্যালার্ট’ শুনিয়েছিল দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন। খুব করে দর্শক কিংবা বিশ্বকে মনে রাখতে বলেছিল তারিখটি। সোমবার (৬ মে) সন্ধ্যার আগে দলও দিয়েছিল। তাতেই রেকর্ড। প্রথমবার আইসিসির কোনো আসরে নাম লিখিয়েই ইতিহাস! যেমনটি ভাবছেন আসলে হয়েছেও তাই। ক্রিকেটে নামের ভারে বড় দেশ না হলেও পত্রিকায় শিরোনাম হওয়ার সাহসটি তারা করেই বসেছে। তাই তো দলটির চমক দেওয়া অ্যালার্ট।

জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকান অঞ্চলের বাছাই বাধা পেরিয়েছে উগান্ডা। নামিবিয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গাও করে নিয়েছে দলটি। বিশ্বমঞ্চে পা রেখে অবিস্মরণীয় হয়ে থাকা দলটির স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সি এক খেলোয়াড়। ব্রায়ান মাসাবার নেতৃত্বে খেলবেন বর্ষীয়ান ফ্রাঙ্ক এনসুবুগা।

ক্যারিয়ারে ৫৪টি টি-টোয়েন্টি খেলে ৫৫ উইকেট নিয়েছেন ফ্রাঙ্ক। অফস্পিনার হতে যাচ্ছেন আসরের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। তার পেছনে পড়তে যাচ্ছেন ওমানের মোহাম্মদ নাদিম ও নাসিম খুশি, দুজনেরই বয়স ৪১।

ফ্রাঙ্কদের দলটি আছে ‘সি’ গ্রুপে। খেলবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৪ জুন প্রভিডেন্সে তাদের ইতিহাস গড়ার ম্যাচটি আফগানদের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা