× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

রেকর্ডের রাজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৮:২৩ পিএম

ফতুল্লায় দেখা গেছে রাজার দাপট— ছবি : প্রাইম ব্যাংক

ফতুল্লায় দেখা গেছে রাজার দাপট— ছবি : প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের হয়ে শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। বাকি গল্পের দৃশ্যপটে এক রেজাউর রহমান রাজারই মুখ। রাব্বি-সাকিবদের বিপক্ষে বিধ্বংসী রাজা মৌসুমে প্রথমবার পান ফাইফারের দেখা। তখনও মেটেনি উইকেটের ক্ষুধা। আগুনে বোলিংয়ে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড গড়ে একাই উইকেট নিলেন ৮টি! শেষ রাউন্ডে প্রিমিয়ার লিগে তাতেই শেখ জামাল ধানমন্ডিকে ১৯৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সোমবার প্রাইম ব্যাংকের হয়ে ৬.৩ ওভারে ৮ উইকেট নেন রাজা। খরচ করেন মোটে ২৩ রান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রাজার এ বোলিং পারফরম্যান্সই দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের সেরা। আগের রেকর্ডটি ইয়াসিন আরাফাত মিশুর। ২০১৮ সালে ডিপিএলেই আবাহনী লিমিটেডের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৪০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন মিশু।  

রাজার কীর্তির আগে শুরুতে ব্যাট করে ২৭০ রানের জমা করে প্রাইম ব্যাংক। ওই রান তাড়া করতে নেমে স্রেফ ৭১ রানে অলআউট হয়ে গেছে শেখ জামাল।  ১০ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফজলে মাহমুদ রাব্বিকে ফেরান রাজা। এরপর গোল্ডেন ডাক মারেন সাকিব। পরের ওভারে রাজার জোড়া শিকার— নুরুল হাসান সোহানের পর রাজা বোল্ড করেন তাইবুর রহমানকে। ১৪তম ওভার করতে এসে রিপন মণ্ডলের স্ট্যাম্প ওপরে ফাইফার পূর্ণ করেন রাজা। শেখ জামালের বাকি তিন ব্যাটার আবিদুর রহমান, ইয়াসির আলি ও শফিকুল ইসলামকেও সাজঘরের পথ দেখান রাজা।  

এরআগে, মুশফিকুর রহিম ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৯ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন জাকির।  ৯৪ বলে ৭৮ রান আসে মুশফিকের ব্যাটে। শেখ জামালের হয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা