× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্বপ্নের সঙ্গে টেনশনেও জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১২:৩৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১২:৫৭ পিএম

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ; ছবি: বিসিবি

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ; ছবি: বিসিবি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স খুবই গড়পড়তা মানের। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দুর্দশা ওঠে চরমে। এখন অবধি চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বাংলাদেশের নন্দিনীরা। কিন্তু ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানো ছাড়া নেই কোনো সাফল্য। স্বাভাবিকভাবে এক দশক পর আবার ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের বড় পরীক্ষায় বসতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে রাজধানীর পাঁচতারকা এক হোটেলে আনুষ্ঠানিকভাবে আসন্ন বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করা হয়। এর আগে ট্রফি নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে। গণভবনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়। সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের হারমানপ্রীত কৌর। 

১০ দলের অংশগ্রহণে আইসিসির মেগা এই টুর্নামেন্ট ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে থাকছে রিজার্ভ ডে। ১৯ দিনের মহাযজ্ঞে ম্যাচ হবে মোট ২৩টি। সব ম্যাচ আয়োজিত হবে ঢাকা এবং সিলেটে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। আর মূল ম্যাচগুলো হবে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠে। 

আসন্ন বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে ছয়বারের শিরোপাজয়ী এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গী হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। আর গ্রুপ ‘বি’-তে স্বাগতিক বাংলাদেশ সঙ্গী হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে। সেই সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আর ‘এ’ গ্রুপের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই বাছাইপর্ব উতরে আসা দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগের পাঁচ আসরে ২১ ম্যাচে মাত্র ২ জয়ে বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে না। তবে ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে ভালো কিছুর আশা জ্যোতির, ‘প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে, নিজ দেশে বিশ্বকাপ খেলার। সবাই খেলে কিন্তু খুবই কমসংখ্যক ক্রিকেটার নিজ দেশে বিশ্বকাপ খেলতে পারে। আমি বলব যে, এখন যারা দলে আছি কম-বেশি এখান থেকেই হয়তো সবাই (বিশ্বকাপে) খেলবে। তারা অনেক বেশি সৌভাগ্যবান যে, বাংলাদেশের মাটিতে একটা বড় টুর্নামেন্টে নিজ দেশের প্রতিনিধিত্ব করবে।’

ঘরের মাঠে বিশ্বকাপে খেলা নিয়ে রোমাঞ্চ থাকলেও জ্যোতি শোনালেন টেনশনের কথাও, ‘রোমাঞ্চের চেয়ে আমি বলব যে, একটা টেনশনও কাজ করছে। কারণ ঘরের মাঠের দর্শক থাকবে। সবাই চাইবে, আমরা যেন ভালো করি। আর আমরা এখন একটু কঠিন সময় পার করছি। তবু বলব যে, এই দলটা অনেক প্রস্তুতি নিচ্ছে।’ যোগ করেন, ‘২০১৪ ছাড়া মনে হয় আর কোনো ম্যাচ জিততে পারিনি। তাই আমাদের মনোযোগ প্রথমেই থাকবে, আমরা যেন ম্যাচ জিততে পারি। বিশ্বকাপের এখনও চার মাস বাকি আছে।’ এই সময়টা কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন জ্যোতি। হাতে আছে পর্যাপ্ত সময়। ‘চারটা মাস এখনও বাকি। আমি নিজেও জানি না খেলতে পারব কি না। বাকিদের ক্ষেত্রেও তাই। সবার সুস্থ থাকা এ মুহূর্তে জরুরি।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি :


গ্রুপ এ : ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ১


গ্রুপ বি : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ২


তারিখ ম্যাচ ভেন্যু সময়


৩ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ ঢাকা সন্ধ্যা ৭টা


৫ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ঢাকা সন্ধ্যা ৭টা


৯ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ঢাকা বেলা ৩টা


১২ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ঢাকা সন্ধ্যা ৭টা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা