× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেয়েদের ফ্রিতে খেলা দেখানোর আশ্বাস পাপনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ২২:৩২ পিএম

যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন; ফাইল ছবি

যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন; ফাইল ছবি

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক বাংলাদেশ। ২০১৪ সালেও একই ফরম্যাটে বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে মারকাটারি এই বিশ্বকাপ। তবে দেশের মাটিতে মেয়েদের খেলায় গ্যালারিতে খুব বেশি মানুষ দেখা যায় না। তাই প্রশ্ন উঠছে, আইসিসির এই মেগা ইভেন্টে কি সেই দর্শকখরা কাটবে? 

মাঠে দর্শকখরা কাটিয়ে উঠতে অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপে নিজেরা টিকিট কেটে স্কুলের মেয়েদের বিশ্বকাপ দেখাতে আনবে বোর্ড। এমন তথ্যই দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

এ প্রসঙ্গে রবিবার (৫ মে) দুপুরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা অনুষ্ঠানে পাপন বলেন, ‘ফ্রি টিকিটে কি না এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করবো। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে (স্কুলের মেয়েদের) মাঠে আনার জন্য। সেটার জন্যে যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে, ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না, এই মেসেজটা আমি সবার জন্যই বলছি।’

মেয়েদের আসন্ন বিশ্বকাপ হবে কেবল দুটি স্টেডিয়ামে। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর বাইরে চট্টগ্রামে আন্তর্জাতিক ভেন্যু থাকলেও সেটি কেন রাখা হয়নি? পাপনের সামমে এমন প্রশ্ন ছুঁড়ে দেন এক সাংবাদিক। 

জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘কেন দুইটা ভেন্যু, তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না। পসিবল যতগুলো ভেন্যু ছিল, সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেন্যুতেই সবচেয়ে ভালো হয়। শুধু বাংলাদেশের ব্যাপার নয়, আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই পছন্দ করেছে। অন্য জায়গায় হলেও যে তা ঠিক, ছড়িয়ে যেত। আপাতত এই দুইটাকেই যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা