× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টডাউন: টি-টোয়েন্টি বিশ্বকাপ

মাল্টিন্যাশনাল মার্কিন দল

আবদুল্লাহ আল মাসুম

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১২:১২ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৮:৪১ পিএম

কোরি অ্যান্ডারসন ৩ বার বিশ্বকাপ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে, এই অলরাউন্ডার এবার বিশ্বকাপ মাতাবেন যুক্তরাষ্ট্রের হয়ে; ছবি: সংগৃহীত

কোরি অ্যান্ডারসন ৩ বার বিশ্বকাপ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে, এই অলরাউন্ডার এবার বিশ্বকাপ মাতাবেন যুক্তরাষ্ট্রের হয়ে; ছবি: সংগৃহীত

‘মাল্টিন্যাশনাল’ বা ‘বহুজাতিক’ শব্দটা খুবই মানানসই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে একটা নৈমিত্তিক ব্যাপার। আবার দেশটির বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত বহুত্ব। বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্র হচ্ছে পুরোনো অভিবাসীদের সঙ্গে নতুন অভিবাসীদের মেলবন্ধন। সহজ কথায়, যুক্তরাষ্ট্রের মূল প্রাণ অভিবাসী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক সত্যটিই। পুরো বিশ্বকেই এক তাঁবুতে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া ক্রিকেটাররা এই বিশ্বকাপে খেলবেন মার্কিন দলের হয়ে। 

এই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রথমবারের মতো আয়োজকও (ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক) মার্কিনিরা। গত শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের দল যেন এক টুকরো পৃথিবী!

ধরা যাক কোরি অ্যান্ডারসনের কথাই। ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ছিলেন নিউজিল্যান্ড দলের নিয়মিত সদস্য। কিউই জার্সিতে খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ দলের সদস্যও। ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলা অ্যান্ডারসন গত মাসে কানাডার বিপক্ষে সিরিজ দিয়ে অভিষিক্ত হন যুক্তরাষ্ট্র দলে। 

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলের বড় অংশই ভারতীয়। গুজরাটে জন্ম নেওয়া মোনাঙ্ক প্যাটেল বিশ্বকাপে নেতৃত্ব দেবেন দলটিকে। দলে আছেন রঞ্জি ট্রফির ২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক দিল্লির সাবেক ব্যাটসম্যান মিলিন্দ কুমার। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ভারতের হয়ে মুম্বাইয়ের পেসার সৌরভ নেত্রভালকার খেলেছেন ২০১০ যুব বিশ্বকাপ। একই রাজ্যের বাঁহাতি স্পিনার হারমিত সিং ছিলেন ২০১২ যুব বিশ্বকাপের দলে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন তিনিও। এ ছাড়াও ভারতীয় তিন ক্রিকেটার পেসার জেসি সিং, অলরাউন্ডার নিসর্গ প্যাটেল, স্পিন অলরাউন্ডার নশতুশ কেনজিগেও আছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে। আরেক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার নীতিশ কুমার ক্যারিয়ার শুরু করেছিলেন কানাডার হয়ে। ১৭ বছর বয়সে দেশটির হয়ে খেলেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপেও। ডান হাতি এই টপ-অর্ডার ব্যাটার এবার বিশ্বকাপ খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএলে সেইন্ট লুসিয়ার হয়ে খেলার অভিজ্ঞতাও আছে ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের। 

পাকিস্তানে জন্ম নেওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ পেসার আলি খান আছেন এই বহুজাতিক দলটিতে। পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা উইকেটকিপার ব্যাটার শায়ান জাহাঙ্গীর আছেন এই দলে। যুক্তরাষ্ট্র দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকা অ্যারন জোন্সের জন্ম ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। এ ছাড়া স্টেভেন টেলরের পৈতৃক ভিটা জামাইকাতে। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে আছেন দক্ষিণ আফ্রিকান দুই ক্রিকেটারও। প্রোটিয়া উইকেটকিপার বাটার আন্দ্রেস গাউস ও পেস বোলিং অলরাউন্ডার শ্যাডলি ফন শ্যালকিক খেলবেন মার্কিনিদের হয়ে।

যুক্তরাষ্ট্রের অভিষেক রাঙানোর মিশনে এখন গোটা দুনিয়া থেকে জড়ো হওয়া ক্রিকেটারদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা