× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মবিশ্বাসের রসদ নিয়েই নামছেন শান্তরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১১:১৭ এএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১১:৩২ এএম

আত্মবিশ্বাসের রসদ নিয়েই নামছেন শান্তরা

সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান জয়ের আত্মবিশ্বাস নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি তাই বিশ্বকাপের আগে টাইগারদের আত্মবিশ্বাস বাড়ানোর রসদ। বাংলাদেশ দলের অধিনায়কের সেই প্রতিধ্বনির দেখা মিলেছে সিরিজের সিরিজের প্রথম ম্যাচে। এবার আফ্রিকার দেশটির বিপক্ষে সিরিজে এগিয়ে যাওয়ার মিশন। আজ রবিবার মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।  

মাঠের লড়াইয়ে শক্তি, সামর্থ্য, দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। দুই দলের মুখোমুখি সাত টি-টোয়েন্টি সিরিজের মাত্র একটি জিততে পেরেছে জিম্বাবুয়ে। যার সবশেষ সিরিজে পূর্ব আফ্রিকার দেশটির কাছে হার মেনেছে টাইগাররা। এ নিয়ে অস্বস্তি থাকলেও পরিসংখ্যান কিন্তু কথা বলছে বাংলার দামাল ছেলেদের পক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বারের দেখায় টাইগাররা  জিতেছে ১৪টি ম্যাচ। বিপরীতে হার ৭ ম্যাচে। তবে ২০০১ সালের পর বাংলাদেশের মাটিতে সাদা বলের কোনো সিরিজ জেতেনি জিম্বাবুয়ে। 

সাগরিকায় প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনের আগুনে বোলিংয়ে মাত্র ১২৪ রানে গুঁটিয়ে যান সিকান্দার রাজারা। এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিমের অপরাজিত ফিফটি ও তাওহীদ হৃদয়ের ক্যামিওতে চড়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচে পরিষ্কারভাবেই বোঝা গেছে দুই দলের তফাত। টাইগারদের এমন পারফরম্যান্সে অনেকেই জিম্বাবুয়ের খেলার মান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ দলে ফেরা পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। ‘টি-টোয়েন্টিতে আসলে হালকাভাবে নেওয়ার কিছু নেই। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এ দল হেরে গেছে নেপালের কাছে। টি-টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে সে জিতবে। এখানে আসলে খুব ভালো দল খারাপ দলের বিষয় নেই।’

গত শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা ছিল বেশ  ভালো।  কিন্তু ১ উইকেটে ৩৬ রান থেকে আর ৫ রান যোগ করতেই আরও ৬ উইকেট হারিয়ে বসে তারা। পরে ক্লিভ মাদান্দে ও ওয়ালিংটন মাসাকাদজার লড়াকু জুটিতে শেষ পর্যন্ত ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বাংলাদেশের রান তাড়ায় শুরুতেই লিটন দাসের উইকেট তুলে নিলেও তানজিদ তামিমের সহজ দুটি ক্যাচ মিস করে বসেন জিম্বাবুইয়ানরা। যার খেসারত দিয়েছেন ২৮ বল আগেই বড় হারে।    

তবে ফিল্ডিং-ব্যাটিংয়ে উন্নতি করে সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান ক্লিভ মাদান্দে, ‘কন্ডিশন আমরা দেখেছি এখন। আমাদের পরের ম্যাচে আজকের চেয়ে কিছুটা ভালো হয়ে আসতে হবে। কিছু জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। বিশেষ করে শুরুর ব্যাটিং, আমাদের শুরুতে এত উইকেট হারানো যাবে না। এখানেই আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ দারুণ খেলেছে আসলে। আমরা এতকিছু নিয়ে অভিযোগ করতে পারিনা। আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উইকেট বুঝে ভালো খেলতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা