× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারুফার চোখ নারী আইপিএলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ০২:৩৮ এএম

অভিষেকেফ পর থেকেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন মারুফা আক্তার; ছবি: আ. ই. আলীম

অভিষেকেফ পর থেকেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন মারুফা আক্তার; ছবি: আ. ই. আলীম

‘মারুফার ইন্টেন্টটা আমার পছন্দ হয়েছে। সে অনেক অনেক ভালো। বেশ ভালো ইনসুইং করে। ফিল্ডিংটাও দারুণ। আমি তার খেলাটা পছন্দ করি।’ সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তারকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতের স্পিনার রাধা যাদব। একই সঙ্গে দেশটির উইমেনস প্রিমিয়ার লিগে (নারী আইপিএল) এই টাইগ্রেস পেসারের খেলা প্রসঙ্গেও কথা বলেছেন রাধা। ১৯ বছর বয়সি মারুফারও ইচ্ছে, নারীদের আইপিএলে খেলার।

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারপরও মারুফাকে আলাদা চোখেই দেখছেন সফরকারীরা। মারুফার ডব্লিউপিএলে (উইমেনস প্রিমিয়ার লিগ বা নারী আইপিএল) খেলা প্রসঙ্গে কথা বলেছিলেন রাধা। মারুফাও জানালেন নিজের সে ইচ্ছার কথা, ‘ইচ্ছা তো আছে, সবারই থাকে। চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা।’

অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মারুফা। সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে মারুফা ও বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের কাছ থেকে পাচ্ছেন প্রশংসাও। প্রতিপক্ষের এমন প্রশংসা শুনে বেশ অনুপ্রাণিত হন ডানহাতি এই পেসার। তার কথায়, ‘অবশ্যই আমার অনেক ভালো লাগে। বিশ্বের সেরা খেলোয়াড়েরা (আমার) নাম বললে ভালো লাগে। আমি হয়তো ভালো, এ কারণেই আমাকে নিয়ে কথা হচ্ছে।’ ভারতের বিপক্ষে এ সিরিজে ব্যক্তিগতভাবেও প্রশংসা শুনেছেন অভিষেকের পর থেকে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া মারুফা। শনিবার অনুশীলন শেষে বললেন, ‘ম্যাচ শেষে হাত মেলানোর সময় তারা গায়ে হাত রেখে প্রশংসা করে।’

তৃতীয় ম্যাচের পর গতকাল দুই দলই কাটিয়েছে বিশ্রামে। ভারত দলের ক্রিকেটাররা গিয়েছিলেন ভোলাগঞ্জের সাদা পাথর অঞ্চলে। গতকাল অবশ্য অনুশীলনে এসেছে দুই দলই। বাংলাদেশকে ব্যস্ত দেখা গেছে ম্যাচ আবহে অনুশীলন করতে। টপ অর্ডারের পর মিডল অর্ডারÑ স্বীকৃত ব্যাটারদের বিপক্ষে পেসাররা বোলিং করেছেন, আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করেছেন কোচ হাসান তিলকারত্নে। পরে ভারতকেও দেখা গেছে এভাবে অনুশীলন করতে।

অনুশীলনে ঘাটতি থাকছে না, মারুফা মনে করিয়ে দিলেন সেটি। সিরিজ এরই মধ্যে হারলেও আশা হারাচ্ছেন না মারুফা, ‘আসলে ম্যাচে তো হার-জিত ব্যাপার না। যদি একটু ভালো করতে পারতাম, ভালো লাগত। পরের ম্যাচে ইনশাআল্লাহ ভালো করব।’ সিরিজের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গে মারুফা অবশ্য ভিন্ন কিছু বলেননি, ‘পাওয়ার প্লেতে শুরুটা ভালো হচ্ছে, তবে ২-৩টা উইকেট পড়ার পর রানের গতিটা কমে আসে। তখন রক্ষণাত্মক খেলার কারণে আসলে দলের ওপর চাপ পড়ে যাচ্ছে।’

দল মানসিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, এর আগেও বলা হয়েছে এমন। ভারতের মতো দলের বিপক্ষে খেলার কারণে বাড়তি চাপ কাজ করছে কি না, সেটি অবশ্য মানতে চাইলেন না মারুফা। তবে বললেন, ‘স্যাররা (কোচরা) তো সবসময় বলে, “তোমরা চাপ নিও না। ফ্রি খেলো।” কিন্তু হচ্ছে না। ২-৩টা উইকেট পড়ে যাওয়ার পর চাপ চলে আসছে।’

আগামীকাল সোমবার ‍সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা