× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব বললেন

‘জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতির চিন্তা ভুল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২২:৩৬ পিএম

রুবেলের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করে সাংবাদিকদের এমন মন্তব্য করেন সাকিব; ছবি: সংগৃহীত

রুবেলের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করে সাংবাদিকদের এমন মন্তব্য করেন সাকিব; ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর আইসিসির মেগা আসরটির আগমুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটি সিরিজ খেলবে টাইগাররা। তবে জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমকপ্রদ এক মন্তব্য করেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় টাইগার পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করেছেন সাকিব। যেখানে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ক্রিকেটার নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, হাসান মাহমুদ ও সাব্বির রহমানরাও উপস্থিত ছিলেন। শো-রুম উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। এ সময় অবধারিতভাবে উঠে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ, জিম্বাবুয়ে সিরিজসহ নানা বিষয়।

জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র সিরিজের পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপের কথা চিন্তা করা বড় ভুল হবে বলে জানিয়েছেন সাকিব, ‘দেখুন জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা, ওখানে আমরা আসলে যত বেশি চাপ মানিয়ে নিতে পারবো, তত ভালো করার সম্ভাবনা আছে।’

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আদর্শ মনে করেন না সাকিব। কেন না, সেই ব্যাখ্যা দিতে গিয়ে টেনেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণও, ‘অবশ্যই জিম্বাবুয়ের সাথে খেলা আদর্শ না। আপনি যখন একটা শক্ত প্রতিপক্ষের সাথে খেলে যাবেন; নিউ জিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে যখন নিউ জিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলে (২০২২) বিশ্বকাপে খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেদিক থেকে মনে হয় এটা অবশ্যই আদর্শ না, মনে হয় এটাই আমাদের সেরা সম্ভাব্য অবস্থান ছিল প্রস্তুতি নেওয়ার জন্য।’

ডিপিএলে দীর্ঘ পাঁচ বছর পর সেঞ্চুরি পেয়েছেন সাকিব। এতদিন পর নিজের সেঞ্চুরিখরা কাটানোয় তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শুভেচ্ছা আশা করেছিলেন। এ নিয়ে সাকিব বলেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’

এরপরে সাকিব মজা করে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে বলেন, ‘প্রথম তিন ম্যাচে তো সুযোগ পাইনি। পরের দুই ম্যাচে যদি নির্বাচকরা রাখেন। সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার জন্য। যেন তারা আমার দিকে তাকায়! আসলে ফাজলামি করছিলাম। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। শেষ দুটি ম্যাচ খেলার বিষয়ে কথা হয়েছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর বাংলাদেশ উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিন ম্যাচের সিরিজ। এরপর যুক্তরাষ্ট্র-উইন্ডিজে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সাকিব দলের কেমন সম্ভাবনা দেখছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তার জবাব, ‘শেষ সময় আমরা যখন (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরম্যান্স করেছিলাম। যেটা ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। আমি আশা করবো, ঐ জায়গায় (২০২৪) যদি আমাদের বেঞ্চমার্ক থেকে শুরু হয়, এই বিশ্বকাপ আমাদের সেটা ছাড়িয়ে যাবে।’

‘সেটা যদি যেতে হয় আমাদের অবশ্যই প্রথম রাউন্ডে তিনটা ম্যাচ জিততে হবে। সেটা যদি করতে পারি আমার কাছে মনে হয় এটা মোটামুটি ভালো একটা অর্জন হবে। তারপর ওখান থেকে যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে হয় ভালো হবে’— যোগ করেন সাকিব।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা