প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪ ২০:৫৭ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪ ২০:৫৭ পিএম
কিংস অ্যারেনায় শনিবার আকাশি-নীলদের ২-১ ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। ছবি : সংগৃহীত
এবারের লিগে কিংসের বিপক্ষে প্রথম সাক্ষাতেই পরাজয় সঙ্গী হয় ঢাকা আবাহনীর। এর আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালেও কিংসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। শনিবার জোড়া হারের শোধ নেওয়ার উপলক্ষ ছিল আবাহনীর সামনে। কিন্তু প্রিমিয়ার লিগের ফিরতি দেখাতেও কিংসকে হারাতে পারল না আবাহনী। কিংস অ্যারেনায় আকাশি-নীলদের ২-১ ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। রাকিব হোসেনের গোলের পর লিড দ্বিগুণ করেন মিগুয়েল ফেরেইরা। দ্বিতীয়ার্ধে আবাহনীর পক্ষে গোল পরিশোধ করেন স্টুয়ার্ট কর্নেলিয়াস। তাতে পরাজয় ঠেকানো যায়নি। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর হারল ঐতিহ্যবাহী ক্লাবটি। দিনের অপর খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। এদিকে পিছিয়ে পড়েও ফর্টিস এফসিকে হারিয়েছে শেখ রাসেল কেসি।
শনিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে শেখ রাসেল। দুই দলের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। এই জয়ের ফলে টানা তিন পরাজয়ের পর মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিল ধানমন্ডি পাড়ার দলটি। তিন পরাজয়ের আগের দুই ম্যাচেও জয় পায়নি শেখ রাসেল, ড্র করেছিল শেখ জামাল ও কিংসের বিপক্ষে।
এদিন খেলার ৩১ মিনিটে এগিয়ে ওমার বাবুর গোলে লিড নেয় ফর্টিস। সতীর্থের পাস ধরে বক্সের একটু ওপর থেকে নেওয়া ওমার বাবুর শট বলের লাইনে ঝাঁপিয়েও আটকাতে পারেননি শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা। পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেয় বল। পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ম্যাচে ফেরে শেখ রাসেল। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন গাঞ্জু আতান্দা। কোডাই লিডার বাঁকানো ফ্রি কিকে বলের গতিবিধিই বুঝতে পারেননি ফর্টিসের গোলরক্ষক শান্ত কুমার রায়। পোস্টে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড সহজেই গোল পেয়ে যান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রাসেলকে চাপে রাখে ফর্টিস। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে ১-১ সমতায় থাকা ম্যাচে এগিয়ে যায় শেখ রাসেল। সতীর্থের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান প্রান্ত থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মনির আলম। হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দীপক রায়। ফর্টিসের গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়লেও তাদের শেষ রক্ষা হয়নি। খেলার বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি ফর্টিস। ২-১ গোলের পরাজয় মেনেই মাঠ ছাড়ে ফর্টিস।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শাহেদ হোসেন ও এদুয়ার্দ মোরিওর গোলে ২-০ ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়েছে পুলিশ। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। ফর্টিসের পয়েন্ট ১৬। টানা তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আছে নবম স্থানে। আর আবাহনীর বিপক্ষে জিতে শীর্ষস্থান আরও পোক্ত করল কিংস। সমান খেলায় দলটির সংগ্রহ এখন ৩৭ পয়েন্ট। দুইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ২৮। পরের স্থানে থাকা আবাহনীর ঝুলিতে রয়েছে ২৫ পয়েন্ট।