টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৯:৫৫ পিএম
বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক আগ্রহ বেড়ে যায় বহুগুণ— পুরোনো ছবি
আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো নয়। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছড়ায় দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও। মাঠের লড়াই হয়ে ওঠে দুই প্রতিবেশী দেশের মর্যাদার লড়াই। ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পান যারা, তারাও নিজেদের ভাগ্যবান মনে করেন। ম্যাচটি বিশ্বকাপের মঞ্চে হলে দর্শক আগ্রহ বেড়ে যায় বহুগুণ। সেই আগ্রহ পুঁজি করে বাড়ে টিকিটের দাম। এবার ব্যতিক্রম হয়নি।
জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ রয়েছে একই গ্রুপে। গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি আগামী ৯ জুন। নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ওই ম্যাচের টিকিট নিয়ে দর্শক চাহিদা যে তুঙ্গে থাকবে, সেটা সহজেই অনুমেয়। টিকিটের দাম এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তানের উর্দ সংবাদমাধ্যম ‘ডেইলি জং’।
পাকিস্তানের পত্রিকাটির বরাতে ভারতের গণমাধ্যম ‘জিও নিউজ’ জানিয়েছে, আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের দাম এখন প্রায় ৭৫ হাজার টাকা।
টিকিটের এমন মূল্যবৃদ্ধির নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে। যেকোনো মূল্যে ম্যাচের টিকিট পেতে চান তারা। এ অবস্থায় সোনার হরিণে পরিণত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।