× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলারদের শুরুর দাপট শেষে ম্রিয়মাণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৯:৫৭ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ২০:১৬ পিএম

তাসকিন-সাইফদের শুরুর দাপট অষ্টম উইকেট জুটিতে কমিয়ে দেয় জিম্বাবুয়ে— আ. ই. আলীম

তাসকিন-সাইফদের শুরুর দাপট অষ্টম উইকেট জুটিতে কমিয়ে দেয় জিম্বাবুয়ে— আ. ই. আলীম

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৮২। চলতি বছরের জানুয়ারিতে কলম্বোয় ভানিদু হাসারাঙ্গার তোপে ১৪.১ ওভারে গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। জিম্বাবুয়ের আগের সর্বনিম্ন ১০ বছর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে থেমেছিল তাদের ইনিংস। মাসপাঁচেক পর আজও তেমন কিছুর শঙ্কা দেখা দিয়েছিল, সিকান্দার রাজার দলকে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে বাঁচান ক্লাইভ মান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। অষ্টম উইকেট জুটিতে দলকে শতরান পার করানোর পর আনেন ১২২ রানের সংগ্রহ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিততে নাজমুল হোসেন শান্তদের ওভারপ্রতি তুলতে হবে ছয়ের একটু বেশি রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন বল হাতে তাণ্ডব চালিয়েছেন টাইগার পেসাররা। পাশাপাশি ঘূর্ণি জাদু দেখিয়েছেন দলের দুই স্পিনার। টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ছয় ওভারেই খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ৩৬ রান খরচায় ফেরায় চার ব্যাটারকে। পরের ওভারে তাসকিনের জোড়া আঘাতে আরও পথ হারায় জিম্বাবুয়ে। লুক জঙ্গিকে দ্রুত ফেরালেও ক্লাইভ মান্দে দলকে টানেন শেষদিকে।


খাদের কিনারা থেকে জিম্বাবুয়েকে শতরান পার করানোর পর ক্লাইভ থামেন ফিফটির আফসোস নিয়ে। তাসকিনের বলে ১৯তম ওভারে ফেরার আগে ৩৯ বলে করেন ৪৩ রান। মাসাকাদজাকে নিয়ে দলের সর্বোচ্চ ৭৫ রানের জুটি গড়েছিলেন তিনি। টেল এন্ডার মাসাকাদজা শেষ অবধি অপরাজিত থাকেন ৩৮ বলে ৩৪ রান জমা করে। জিম্বাবুয়ে ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন ওপেনার জয়লর্ড। পরের সর্বোচ্চ ১৬ রান তিনে নামা ব্রেইন বেনেটের।

বাংলাদেশের হয়ে ১৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন খরচ করেছেন ১৩ রান, ফিরিয়েছেন প্রতিপক্ষের চারটি উইকেট। দুটি উইকেট শেখ মেহেদীর। ৪ ওভারে ৩৭ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন শরিফুল ইসলাম। লেগ স্পিনার রিশাদের উইকেট ঝুলিও ফাঁকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা