ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৯:২১ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১৯:৪২ পিএম
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত; ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে
(ডিপিএল) শিরোপা আগেই নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের
বিপক্ষে মর্যাদার লড়াইয়েও জয়ের ধারা অব্যাহত রেখেছে আকাশী-নীল শিবির। রুদ্ধশ্বাস ম্যাচে
মোহামেডানকে হারিয়ে আসরে টানা ১৫ ম্যাচে জয় তুলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
শুক্রবার (৩ মে) নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলতি ডিপিএলের সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৯ রানে হারিয়েছে আবাহনী। টসে জিতে আগে ব্যাট করা আবাহনী ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলে ৩০৩ রান। বিশাল এই রান তাড়ায় নেমে মোহামেডান জবাব ভালোই দিচ্ছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে নির্ধারিত ৫০ ওভারে মোহামেডানের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ২৯৬ রানে।
এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে
আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান।
১০১ বলের ইনিংসে ৮ চার ও ১০ ছক্কায় ১৩৩ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া
ওপেনার সাব্বির হোসেনের ৭৮ বলে ৯১ রানের ইনিংস ছাড়া কেউই বিশ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ফলে ৩২ বল বাকি থাকতেই ৩০৩ রানে গুঁটিয়ে যায় রেকর্ড ২৩ বারের ডিপিএল চ্যাম্পিয়নরা।
৩০৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল মোহামেডান। তবে ৬০ বলের ৫৯ রান করে ইমরুল এবং ৩৬ রান করা অঙ্কন আউট হলে পিছিয়ে পড়ে মোহামেডান। শেষ দিকে রুবেল মিয়ার ৬২ বলে ৬৫ ও আবু হায়দার রনি ২৭ বলে ৪০ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত মোহামেডান জয় পায়নি। শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ২৭ রান, মোসাদ্দেকের করা সেই ওভারে তারা তুলতে পারে ১৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড : ৪৪.৪ ওভারে ৩০৩/১০
(মোসাদ্দেক হোসেন সৈকত ১৩৩, সাব্বির হোসেন ৯১, মুসাব্বির হোসেন মুন ১৯; আবু হায়দার
রনি ৩/৪০, মেহেদি হাসান মিরাজ ৩/৫২)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে
২৯৪/৬ (রুবেল মিয়া ৬৫*, ইমরুল কায়েস ৫৯, আবু হায়দার রনি ৪০*; নাহিদুল ইসলাম ৩/৪৪, জায়েদ
উল্লাহ ১/৩৭)।
ফল : আবাহনী লিমিটেড ৯ রানে জয়ী।
ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন সৈকত।