× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন স্পিন কোচ নিয়ে শান্তর প্রত্যাশা যেমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ০৮:৫৬ এএম

আপডেট : ০৩ মে ২০২৪ ০৯:০১ এএম

মুশতাক আহমেদ

মুশতাক আহমেদ

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদকে নতুন স্পিন কোচ হিসেবে পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই তার অ্যাসাইমেন্ট শুরু। তার কোচিংয়ে রিশাদ হোসেনদের মতো স্পিনাররা আরও ভালো করবেন এমনটাই প্রত্যাশা শান্তর।

জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওনার মতো অভিজ্ঞ একজন দলের সঙ্গে আছেন, রিশাদের জন্য এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বাকি স্পিনারদের নিয়েও যেভাবে কাজ করছেন আশা করছি সামনে তারা আরও ভালো করবে।’

দেশে অনেক স্পিনার থাকায় দল গঠনে নির্বাচকরা বিকল্প খুঁজে নিতে পারেন সহজেই। এ নিয়ে সন্তুষ্টি তো রয়েছেই, সঙ্গে সতীর্থ স্পিনারদের মান নিয়েও খুশি শান্ত, ‘আমাদের যথেষ্ট স্পিনার আছে। আর সবাই কোয়ালিটি স্পিনার। বিশ্ব ক্রিকেটে আমাদের স্পিনারদের এভাবেই হাইলাইট করা হয়। আমাদের তাই অপশন আছে। দল যখন ঘোষণা করা হবে তখন দেখতে পারবেন আমরা কতজন স্পিনার নিয়ে যাচ্ছি। আর আমাদের পেস ও স্পিন দুই জায়গাতেই যথেষ্ট অপশন আছে।’

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে আফ্রিকার দেশটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের আগে এমন সিরিজের গুরুত্ব অনেক। প্রতিপক্ষ যেই হোক না কেন, বিশ্বমঞ্চের প্রস্তুতির সঙ্গে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগও এই সিরিজে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই মহাযজ্ঞের আগে ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষা মঞ্চ হিসেবে এ সিরিজকে দেখতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের জন্য নিজেদের ঝালাই করার ওপর জোর দিচ্ছেন তিনি।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা