× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি-ডর্টমুন্ডের দুঃখটা একই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৫:৩৪ পিএম

পিএসজি-ডর্টমুন্ডের দুঃখটা একই

গেল রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সবশেষ ১২ মৌসুমে এটি তাদের দশম শিরোপা। কিন্তু ফোকাসটা যখন ইউরোপে, তখন পিএসজির গল্পটা কেবল হতাশায় মোড়ানো। ক্লাবটির ইতিহাসে ২০২০ সালে একবারই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল প্যারিসিয়ানরা। কিন্তু লিসবনের সেই ফাইনালটি এখনও ক্ষত হয়ে আছে তাদের জন্য। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেবার পিএসজি হেরেছিল ১-০ ব্যবধানে। 

পরের মৌসুমেও সেমিতে ওঠে পিএসজি। এরপর টানা দুই মৌসুমে দলটি বিদায় নেয় শেষ ষোলো থেকে। লিওনেল মেসি, নেইমারদের নিয়েও আক্ষেপ ঘোচাতে পারেনি পিএসজি। এবার তারা সেই আক্ষেপ ঘোচাতে চায়। ফাইনালে উঠতে আজ প্রথম লেগের খেলায় মুখোমুখি হবে আরেক জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের। 

এই প্রতিযোগিতায় একবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ডর্টমুন্ড। ১৯৯৬-৯৭ মৌসুমে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে ইয়েলো আর্মিরা। এরপর কেবল একবারই ফাইনালের টিকিট কাটে দলটি। ২০১২-১৩ মৌসুমে ওয়েম্বলি স্টেডিয়ামের সেই ফাইনালে স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় ডর্টমুন্ডের। ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বায়ার্ন। 

এক যুগ পার হলেও বায়ার্নের বিপক্ষে সেই হারটা নিশ্চয়ই এখনও পোড়ায় ডর্টমুন্ডকে। কেননা পরের নয় আসরে আর কখনও শেষ চারেই উঠতে পারেনি ডর্টমুন্ড। সেই আক্ষেপ অবশ্য ঘুচেছে। কোয়ার্টার ফাইনালে আটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এবার সেমির টিকিট কাটে ডর্টমুন্ড। নিশ্চিতভাবেই এবার তাদের লক্ষ্য ফাইনাল। যেখানে তাদের সামনে বাধা পিএসজি। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।

প্রায় এক যুগ পর ফাইনাল মঞ্চে প্রবেশ করতে চাইলে ঘরের মাঠে এগিয়ে যেতে চাইবে ডর্টমুন্ড। তার আগে অবশ্য পিএসজিকে নিয়ে বেশ সতর্ক দলটির কোচ এডিন টারজিক, ‘ওরা দলটি গড়েছিলই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের জন্য। দুর্ভাগ্যবশত তারা এখনও সেটি অর্জন করতে পারেনি। তবে এবার দলটিকে অন্যরকম দেখাচ্ছে। দলের অবিশ্বাস্য কিছু প্রতিভা আছে। দলে এমবাপের (কিলিয়ান) মতো তারকা ফুটবলার আছে। যে কি না ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমরা কেবল একজনকে ফোকাস করতে চাই না। দেখুন আমরা এমবাপেকে ফোকাস করলাম, দেখা যাবে সুযোগটা নিয়ে নিল উসমান ডেম্বেলে, রামোস (গনজালো), ভিতিনহা কিংবা হাকিমি। এ ছাড়া কোলো মুয়ানির মতো ফুটবলারও কিন্তু তাদের দলে আছে, সেটা ভুললে চলবে না। যে কারণে আমরা আলাদা কাউকে নিয়ে ভাবছি না। আমরা বলেরও ওপর মনোযোগ দিতে চাই।’

এদিকে পিএসজিতে নিজের একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন লুইস এনরিকে। লিগ ওয়ান শিরোপার পর তার দল এখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। মেসি-নেইমারদের মতো তারকারা চলে যাওয়ার পর দল ঘুরে দাঁড়িয়েছে। এর পেছনের কারিগর ছিলেন তিনি। বেশ কয়েকজন ফুটবলার দলে ভিড়িয়েছেন তিনি। যেটা কাজে দিয়েছে। মাঠে লড়াই করছেন তারা। তাদের মধ্যে অন্যতম বারকোলা, মুয়ানি, গনজালোরা। তবে আলাদা কাউকে বিশেষ গুরুত্ব দিতে চান না এনরিকে, ‘এ রকম লম্বা টুর্নামেন্ট জিততে আপনার হাতে ২৩ জনের একটা শক্তিশালী স্কোয়াড প্রয়োজন। আমরা লিগ শিরোপা জিতেছি। এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিততে চাই। আমাদের সব খেলোয়াড়ে ফর্মে রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা