× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ কারণেই আমি এখানে- কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৩:৩৬ পিএম

হ্যারি কেন। ছবি : এক্স

হ্যারি কেন। ছবি : এক্স

গোল করেই যাচ্ছেন হ্যারি কেন। ইংল্যান্ডের পর জার্মানি; টটেনহামের পর বায়ার্ন মিউনিখ, সবখানেই চেনা কেন। যেন কোনোভাবেই গোল করা বন্ধ করতে পারছেন না এই ইংলিশ তারকা। এত এত গোলের পর অনেকেই বলছেন, ক্যারিয়ারে এখন তার যেটা দরকার সেটা হল প্রথম কোনো মেজর ট্রফি। 

বায়ার্ন মিউনিখ গতরাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে। খেলায় একটি গোল করেছেন কেন। এই মৌসুমে ৪৩ ম্যাচে তার ৪৩ গোল হয়ে গেল। বায়ার্নের হয়ে অভিষেক মৌসুমটা দারুণ গেছে কেনের। যদিও ‘নিজস্ব সম্পত্তি’ বুন্দেসলিগা শিরোপা হারিয়েছে বাভারিয়ানরা। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ আছে জার্মান জায়ান্টদের। ফাইনালের মঞ্চে প্রবেশ করতে তাদের এখন দ্বিতীয় তথা ফাইনাল লেগে রিয়ালকে হারাতে হবে তাদেরই ঘরের মাঠে।

গত গ্রীষ্মে ৮৬.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহ্যাম থেকে বায়ার্নে নাম লেখানো কেন বলেছেন, ‘এখন পর্যন্ত এটি একটি ভাল মৌসুম ছিল। এই বছরের জন্য আমরা যা লড়াই করছি তার সবকিছুই এই প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন্স লিগ) রয়েছে। এটা কঠিন হবে আমাদের জন্য। কেননা দ্বিতীয় লেগ হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে পূর্ণ বিশ্বাস নিয়ে যেতে হবে আমাদের। অবশ্যই মৌসুমের শুরুতে ট্রফি জেতার প্রত্যাশা ছিল। চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে বড়। যদি আমরা কোনোভাবে সেটি পেতে পারি তবে এটি হবে একটি আশ্চর্যজনক মৌসুম। রিয়ালের বিপক্ষে নিঃসন্দেহে এটি বড় ম্যাচ ছি। পরিবেশটি অবিশ্বাস্য ছিল। ঠিক এই কারণেই আমি এখানে এসেছি। আমি এই বড় ম্যাচ খেলতে চাই। বড় মুহুর্তগুলির সাক্ষী হতে চাই।’

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন কেন। এই মৌসুমে ইউরোপের পাঁচটি বড় লিগের সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছেন কেন। এই লিগে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট কেনের (৪৩ গোল এবং ১১টি অ্যাসিস্ট)।

সাবেক বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘বায়ার্ন মিউনিখে হ্যারি কেন যে সমস্ত গোল করেছেন তা দেখে সবাই মুগ্ধ হয়েছে। কিন্তু তারা এটাও মুগ্ধ করেছে যে সে কেমন ভদ্রলোক, সে কতটা সতীর্থ, সে কতটা বিনয়ী। সে এখানে এসেছে ট্রফি জিততে। একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে। লোকে বলে সে এখনও কিছুই জিততে পারেনি। কিন্তু বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংল্যান্ডের সঙ্গে (এই বছর) ইউরোতে সে শেষ করতে পারে।’

সাবেক রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ ম্যাকম্যানম্যান যোগ করেছেন, ‘তার প্রতিভা অনস্বীকার্য। আমি সবসময় জানতাম সে যদি ফিট থাকে তবে গোল পেতে তার কোন সমস্যা হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা