× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মিথ, ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ১২:৫৯ পিএম

স্টিভেন স্মিথ ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। ছবি : সংগৃহীত

স্টিভেন স্মিথ ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি, ঘরোয়া ক্রিকেটে যে খুব বেশিদিন ধরে খেলছেন তেমনও নয়। তবু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল নিয়ে সবচেয়ে আলোচিত খবর, জেইক ফ্রেজার-ম্যাকগার্কের নামটি নেই! বিগ ব্যাশ মাতিয়ে এখন আইপিএলেও তাণ্ডব চালিয়ে নজর কেড়েছেন ম্যাকগার্ক। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখেনি অস্ট্রেলিয়ার নির্বাচকরা। এছাড়াও এক দশকের মধ্যে প্রথমবার কোনো বিশ্বকাপে দেখা যাবে না স্টিভেন স্মিথকে। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা একটু বিস্ময়, তা দলে না থাকাদের নিয়েই। দলে জায়গা পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার, উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। গত এক বছরে তিনটি দ্বিপাক্ষিক সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। 

সবচেয়ে বেশি আলোচনা অবশ্য ফ্রেজার-ম্যাকগার্কের না থাকা নিয়েই। গত অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে খবরের শিরোনামে উঠে আসেন ২২ বছর বয়সী ব্যাটার। স্বীকৃত যে কোনো ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সেটি। পরে বিগ ব্যাশে ২৫৭ রান করেন ১৫৮.৬৪ স্ট্রাইকরেটে। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে করেন ঝড়ো ফিফটি। গেল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকও হয়ে যায় তার উইন্ডিজের বিপক্ষে। অভিষেকে একটি ছক্কা ও চার মেরে আউট হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে করেন ১৮ বলে ৪১ রান।

জেইক ফ্রেজার-ম্যাকগার্ক

এখন তিনি বিধ্বংসী ব্যাটিংয়ে মাতাচ্ছেন আইপিএল। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে ছয় ইনিংসে তিন ফিফটিতে ২৫৯ রান করেছেন অবিশ্বাস্য স্ট্রাইক রেটে, ২৩৩.৩৩! কিন্তু বিশ্বকাপ দলে তার জন্য জায়গা বের করতে পারেননি অস্ট্রেলিয়ান নির্বাচকরা। টপ অর্ডারে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের সঙ্গে থাকবেন অধিনায়ক মিচেল মার্শ। 

ফ্রেজার-ম্যাকগার্কের তুলনায় স্মিথের না থাকাটা ততটা বিস্ময়কর নয়। টি-টোয়েন্টি দলে বেশ কিছু দিন ধরেই তার জায়গা নড়বড়ে। ২০২২-২৩ বিগ ব্যাশে ওপেনিংয়ে নেমে অসাধারণ পারফরম্যান্সের পর অবশ্য আশা জাগিয়েছিলেন। দলে ফিরে গত নভেম্বরে ভারতের বিপক্ষে ফিফটিও করেছিলেন। কিন্তু ওই সিরিজের পরের ম্যাচে এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারেননি। সেটির খেসারতই দিতে হলো। ফ্রেজার-ম্যাকগার্ক ও স্মিথের সম্ভাব্য জায়গাতেই মূলত গ্রিন ও ইংলিশকে বেছে নিয়েছেন নির্বাচকরা। মূল উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের বিকল্প হিসেবে থাকছেন ইংলিশ। 

গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও ম্যাথু ওয়েডকে নিয়ে গড়া দলের মিডল অর্ডার বলা যায় বেশ থিতু। মূল তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের সঙ্গে আরেক পেসার হিসেবে সুযোগ পেয়েছেন ন্যাথান এলিস। মূল স্পিনার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন অ্যাগার। গত দুটি বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করার পর অস্ট্রেলিয়া দলেও সীমিত সুযোগে পারফর্ম করা আগ্রাসী অলরাউন্ডার ম্যাথু শর্ট নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন জায়গা না পেয়ে।

বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় বুধবার। তবে আগামী ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই। ৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে তারা আরও খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডের সঙ্গে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা