× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে নির্বাচন করবেন মন্টি পানেসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ১২:৩১ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৯:০৬ পিএম

মন্টি পানেসার

মন্টি পানেসার

নির্বাচন করতে যাচ্ছেন মন্টি পানেসার। পার্লামেন্টের সদস্য হতে জর্জ গ্যালোওয়ে ওয়ার্কার্স পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক বাঁহাতি এ স্পিনার। যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন পানেসার। 

পানেসার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল অঞ্চলে। এলাকাটি ২০০৭ সাল থেকে লেবার পার্টির হয়ে রাজত্ব করে যাচ্ছেন ভিভেন্দ্র শর্মা। ২০২১ সালের আদমশুমারির রিপোর্ট জানাচ্ছে, ইলিং সাউথহল অঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ অধিবাসীই এশিয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক‍ কলামে ৪২ বছরের পানেসার লিখেছেন, ‘আমি এই দেশে শ্রমিকদের কণ্ঠস্বর হতে চাই। রাজনীতিবিদ হিসেবে একদিন প্রধানমন্ত্রী হওয়াই আমার লক্ষ্য। ব্রিটেনকে আমি আরও নিরাপদ ও শক্তিশালী দেশ বানাতে চাই। কিন্তু আমার প্রথম দায়িত্ব হলো ইলিং সাউথহলের মানুষের প্রতিনিধিত্ব করা।’

ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার ঘর আলো করে পৃথিবীতে আগমন পানেসারের। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৩ সালে। ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্টে খেলে উইকেট নিয়েছেন ১৬৭টি। আর ২৬ ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ২৪টি। একমাত্র টি-টোয়েন্টিতে তার উইকেট মাত্র ২টি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা