× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মোহামেডানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:৫৫ পিএম

শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মোহামেডানের

আবাহনী লিমিটেড হারলেই কেবল শিরোপার রেসে টিকে থাকার সম্ভাবনা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু শেখ জামালকে হারিয়ে রেকর্ড ২৩তম শিরোপা নিশ্চিত করেছে আকাশি নীল শিবির। এদিকে শিরোপা স্বপ্ন ভেস্তে গেলেও রানার্সআপ হওয়ার লড়াইয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করে মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া ফিফটির পর ২৫৫ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। এরপর আবু হায়দার রনি ও মুশফিক হাসানের বোলিং তোপে অলআউট হওয়ার আগে ২৪৭ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। 

টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের হয়ে এদিন সর্বোচ্চ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। ৬ চারে ৭৮ বলে ৫৮ রান করেন তিনি। ২ চার ও ১ ছক্কায় ৬৯ বলে ৫৬ রান করেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এই ম্যাচ খেলতে আসা মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া আরিফুল হক ৪১ রানের ইনিংস খেলেন।  

রান তাড়ায় নেমে শাইনপুকুরের হয়েও হাফ সেঞ্চুরি হাঁকান দুজন। ৯ চারে ৭২ বলে ৭০ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাটে। ৬৭ বলে ৬১ রান করেন অধিনায়ক আকবর আলি। কিন্তু শেষ অবধি জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটি। এই জয়ের পর ১৪ ম্যাচে ১১ জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে মোহামেডান। সমান ম্যাচে তিনে থাকা শাইনপুকুরের জয় ৯টি। 

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৪৯.৫ ওভারে ২৫৫/১০ (মেহেদি হাসান মিরাজ ৫৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৬, আরিফুল হক ৪১; আরাফাত সানি ৩/৩৪, নাঈম আহমেদ ২/৪৭)।রাজ ৫৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৬, আরিফুল হক ৪১; আরাফাত সানি ৩/৩৪, নাঈম আহমেদ ২/৪৭)।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৪৯.৪ ওভারে ২৪৭/১০ (মার্শাল আইয়ুব ৭০, আকবর আলী ৬১, খালিদ হাসান ৪৮; আবু হায়দার রনি ৪/৫১, মুশফিক হাসান ৩/৪৫)।

ফল : মোহামেডান স্পোর্টিং ক্লাব ৮ রানে জয়ী।

ম্যাচসেরা : মেহেদি হাসান মিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা