× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌসুম শেষে চেলসি ছাড়ছেন সিলভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৪:৩৪ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:০৫ পিএম

মৌসুম শেষে চেলসি ছাড়ছেন সিলভা

বয়স তার কাছে নেহাত সংখ্যা। ৩৯ বছর বয়সেও প্রিমিয়ার লিগের মতো গতিশীল লিগে বাঘা বাঘা স্ট্রাইকারদের সামলাচ্ছিলেন অবলীলায়। কিন্তু শেষ বলে তো একটা কথা আছে। চেলসির সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টানছেন থিয়াগো সিলভা। চলতি মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

চেলসির অফিসিয়ালে এক ভিডিও বার্তায় গতকাল সোমবার সিদ্ধান্তটি জানান সিলভা। সেখানে তিনি বলেন, 'আমি মনে করি, গত চার বছরে এখানে আমি যা কিছু করেছি, আমি আমার সর্বস্বটা দিয়ে করেছি।  কিন্তু দুর্ভাগ্যক্রমে, সবকিছুর শুরু, মধ্যবর্তী সময় এবং শেষ আছে। আশা করি, আমি এখন জায়গাটা ছেড়ে দরজাটা খোলা রাখছি, যেন নিকট ভবিষ্যতে আমি এখানে ফিরতে পারি, হয়তো অন্য কোনো ভূমিকায়।'


২০২০ সালে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেন সিলভা। ক্লাবটির হয়ে সেরা সময় কাটান ২০২০-২১ মৌসুমে। সে মৌসুমে চেলসিকে তাদের ইতিহাসের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জেতাতে দারুণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগ ছাড়াও ক্লাবটির হয়ে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কাপ জিতেছেন। রক্ষণভাগের দায়িত্ব সামলে ৯টি গোলও করেছেন তিনি। 


চেলসির জার্সিতে এতকিছু অর্জন করতে পারবেন, কখনও ভাবতেই পারেননি সিলভা। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘এটা অনেক বড় স্বপ্ন ছিল, অবশ্যই একটা স্বপ্ন। আমি কখনও কল্পনাও করিনি, এখানে এত কিছু অর্জন করতে পারব। পেশাদার ফুটবলের সবচেয়ে বড় শিরোপাগুলোর একটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারব বিশ্বের অন্যতম বড় ক্লাবের হয়ে।’


তবে চেলসির জার্সিতে বিদায়ি মৌসুমটা অবশ্য একেবারেই বর্ণহীন হচ্ছে সিলভার। প্রিমিয়ার লিগে শুরু থেকে ধুঁকতে থাকা দলটি ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। অন্য দুই প্রতিযোগিতায় কিছুটা আশার সঞ্চার করলেও শেষ পর্যন্ত সেখানেও পায়নি কোনো শিরোপা সাফল্য। লিগ কাপে ফাইনালে তারা হেরে যায় লিভারপুলের বিপক্ষে। আর এফএ কাপে বিদায় নেয় সেমিফাইনাল থেকে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে। 


অবশ্য চেলসি ছাড়লেও এখনই অবসর নিচ্ছেন না সিলভা। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে ঘরে ফিরছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। শোনা যাচ্ছে, নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেবেন তিনি। ২০০৯ সালে এই ক্লাব থেকেই এসি মিলানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিন মৌসুম কাটিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেন সিলভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা