প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১২:৩২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৩:১৭ পিএম
আবাহনীতেই ফিরেছেন ৩ ক্রিকেটার; ছবি: আ. ই. আলীম
আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ। এজন্য চট্টগ্রামে অবস্থান করছে জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের চার ক্রিকেটার।
শিরোপার লড়াইয়ে থাকা তারকায় ঠাসা আবাহনী দল থেকে এবার জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন ১০ ক্রিকেটার। ফলে মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিপিএলের বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আবাহনী। শেষ পর্যন্ত দল সাজাতে জাতীয় দলের ক্যাম্প থেকে ৩ ক্রিকেটারকে ফিরিয়ে আনা হয়েছে।
বিকেএসপিতে আবাহনীর দলে ডেকে আনা হয়েছে আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিবকে। এদিকে জাতীয় দলের ক্যাম্প থেকে ডাক পেয়েছেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। এতে মোট চার ক্রিকেটারকে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে পাঠানো হয়েছে প্রিমিয়ার লিগ খেলতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে আবেদন করে এই চার ক্রিকেটারকে দলে চেয়েছে আবাহনী ও মোহামেডান। বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগের ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমকে বলেন, ‘চারজন ক্রিকেটারকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে আবাহনীর তিন ক্রিকেটার হচ্ছেন- আফিফ হোসেন ধ্রুব, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। মোহামেডানের মাহমুদউল্লাহ।’
শুধু এই তিন ক্রিকেটারই নয়, রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি থেকেও তরুণ ক্রিকেটারদের নিয়ে এসে দল গড়তে হয়েছে আবাহনীকে। আজ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই শিরোপা ঘরে তুলবে আকাশী নীল শিবির।