× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলের প্লেয়ার ড্রাফটে তামিম-মুশফিকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১১:২১ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

আসছে জুনে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ আসরের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের পঞ্চম আসরে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে ২৪ দেশের পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার।

সোমবার (২৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ আসরের প্লেয়ার ড্রাফটের মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।


বাংলাদেশি তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি, রাসি ভন ডার ডুসেন, জিমি নিশাম, রেজা হেনড্রিকস, রাইলি রুশো, শাই হোপ, লুঙ্গি এনগিদি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচার, ওশেন থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, উসমান খাজা, তাবরাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, গুলবাদিন নাইব ও ইব্রাহিম জাদরান।


এলপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন তিনজন। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে জাফনা কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হৃদয়। এবারও এলপিএলে দেখা যেতে পারে ডান হাতি এ ব্যাটারকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা