প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ২১:০৩ পিএম
আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসরের স্কোয়াড দেয়নি কোনো দলই। তার আগেই আলোচনা-সমালোচনা। ফেভারিট কারা, কে হতে পারে চ্যাম্পিয়ন। এ নিয়ে যুক্তিতর্কে মেতেছেন বিশ্লেষকরা। তালিকায় সর্বশেষ সংযোজন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
যুবরাজকে নবম বিশ্বকাপের শুভেচ্ছাদূত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর আগে তারা শুভেচ্ছাদূত করেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল ও স্প্রিন্ট কিংবদন্তি জ্যামাইকান উসাইন বোল্টকে।
২০০৭ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল যুবরাজের। ভারত ক্রিকেটে তার অবদান অপরিহার্য। ফলে তৃতীয় ব্যক্তি হিসেবে যুবরাজকে শুভেচ্ছাদূত করে আইসিসি। শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তরপর্বে অংশ নেন যুবরাজ। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা? উত্তরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানÑ এই চার দেশের নাম বলেন যুবরাজ।