× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ২১:০১ পিএম

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা; ফাইল ছবি

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা; ফাইল ছবি

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে আইসিসির মেগা এই আসর। বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য চমক রেখে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ওই দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলা পেসার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে ১ মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে বোর্ড তাকে প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চাননি সাকিব। তবে শেষ দুই ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারকে। এদিকে এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। 

সর্বশেষ ২০২২ সালের ১৩ অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচও। এরপর লম্বা সময় ইনজুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাঁ-হাতি এই ব্যাটার। ওই ইনজুরি কাটিয়ে বিপিএলে আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডাকা হয়েছে লিপুর নির্বাচক প্যানেলে। আর টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ তানজিদ তামিম ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি-২০ দলে ডাকা হয়নি। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। 

দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন ডিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়া পারভেজ হোসেন ইমনও।  এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপ পরিকল্পনায় না থাকায় তাকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়ও। সৌম্য সরকার ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি শেষ দুই ম্যাচের দলে ঢোকার লড়াইয়ে আছেন। 

বাংলাদেশ ও জিম্বাবুয়ে চট্টগ্রামে ৩ মে প্রথম টি-২০ ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে মাঠে গড়াবে। এরপর ঢাকা পর্বে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-২০ ম্যাচ। ওই সিরিজ শেষে ক’দিনের বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আছে টাইগারদের। 

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাউফউদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা