× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত নারী সিরিজ

জ্যোতির ফিফটির পরেও বাংলাদেশের হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ২০:২৭ পিএম

জ্যোতির ফিফটির পরেও বাংলাদেশের হার

রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের মেয়েদের দেড়শ রানের আগেই আটকে রেখেছিল বাংলাদেশ। সিলেটের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় লক্ষ্যটা মাঝারি মানের বলেই মনে হচ্ছিল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। একপ্রান্ত আগলে ধরে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ফিফটির পরও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে ৪৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। 

রবিবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল ভারতের মেয়েরা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া। এ ছাড়া অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩০ রান করেন। 

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যোতি। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে পরের বলেই সাজঘরে ফিরেছেন তিনি। এরপর টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি। ৩০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। 

শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ। এ ছাড়া মুর্শিদা খাতুনের ১৩ ও স্বর্ণা আক্তারের ১১ রান ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি কেউই।

এর আগে ভারতের ইনিংসে নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারে ডানহাতি এ পেসারকে দুই বাউন্ডারি মেরে দারুণ শুরুর ইঙ্গিত দেন শেফালি ভার্মা। পরের ওভারেই অবশ্য উইকেটের দেখা পেতে পারত স্বাগতিকরা। সুলতানা খাতুনকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই তৃতীয় ওভারে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। তার করা অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হন স্মৃতি। ৯ বলে ২ চারে ৯ রান করেন তিনি। তবে আরেক ওপেনার শেফালি ভার্মা দারুণ ব্যাটিং করেছেন। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন তিনি। তাকে সাজঘরে ফেরান রাবেয়া খাতুন।  

এরপর ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াশতিকা ভাটিয়া করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩৬ রান। তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারির মার। চারে নেমে অধিনায়ক হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান।  তা ছাড়া রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২৩ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ২০ ওভারে ১৪৫/৭ (ইয়শতিকা ভাটিয়া ৩৭, শেফালি ভার্মা ৩১, হারমানপ্রীত কৌর ৩০, রিচা ঘোষ ২৩; রাবেয়া খান ৩/২৩, মারুফা আক্তার ২/১৩, ফারিয়া তৃষ্ণা ১/২৩)। 

বাংলাদেশ : ২০ ওভারে ১০১/৮ (নিগার সুলতানা জ্যোতি ৫১, মুর্শিদা খাতুন ১৩, স্বর্ণা আক্তার ১১; রেণুকা সিং ঠাকুর ৩/১৮, পূজা ভাস্ত্রকার ২/২৫, দীপ্তি শর্মা ১/১৫)। 

ফল : ভারতের মেয়েরা ৪৪ রানে জয়ী। 

ম্যাচসেরা : রেণুকা সিং ঠাকুর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা