× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না

বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচেও আম্পায়ার জেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৯:২১ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ০৯:০০ এএম

সাথিরা জাকির জেসি— ফাইল ছবি

সাথিরা জাকির জেসি— ফাইল ছবি

‘নারী আম্পায়ারের অধীনে ম্যাচ খেলতে চায় না ডিপিএলের দুই দল’ –এমন এক খবরে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। ঘটনাটা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু দিন গড়াতেই দুই দলের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। যেখানে ক্রিকেটারদের সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন তারা। একই সাথে নারী আম্পায়ার নয়, বরং ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার কথা বিবেচনা করেই মূলত আপত্তি জানানোর কথা স্বীকার করেন তারা। এদিকে যে নারী আম্পায়ারকে ঘিরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন, সেই সাথিরা জাকির জেসি নাকি ঘটনার কিছুই জানতেন না! সিলেটে বাংলাদেশ-ভারত নারী সিরিজের প্রথম ম্যাচ পরিচালনা করেছেন। আগামী পরশুদিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও আম্পায়ারিং করবেন ৩৩ বছর বয়সি এই আম্পায়ার।

বিতর্কের সূত্রপাত— গত ২৫ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ডিপিএলের সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে। ওই ম্যাচ শুরুর আগে নারী ফিল্ড আম্পায়ার জেসির অধীনে খেলা নিয়ে দুই দলের ক্রিকেটাররা আপত্তি তোলেন বলে একটি খবর বেরোয়। যা নিয়ে পরে সমালোচনা শুরু হয় দেশজুড়ে। ইতোমধ্যে ওই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন প্রাইম ব্যাংক ও মোহামেডানের কর্মকর্তারা। তাদের দাবি, কেউই নারী আম্পায়ার নিয়ে কোনো আপত্তি তুলেননি। তারা জেসির অভিজ্ঞতা নিয়ে সংশয়ে ছিলেন।

ডিপিএলের ওই ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব ছিলেন এ আই এম মনিরুজ্জামান ও সাথিরা জাকির জেসি। মনিরুজ্জামান আগে থেকেই লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচ পরিচালনা করলেও, জেসিসহ দুজন নারী আম্পায়ার এবার প্রথম এমন দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি প্রথমবারের মতো বিসিবি দুই নারী আম্পায়ার জেসি এবং মিশু চৌধুরিকে চুক্তিতে নিয়ে আসে। ফলে এবার প্রথমবারের মতো তাদের ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

তবে সেদিন ম্যাচের আগে এমন বিতর্কিত ঘটনার কথা নাকি জানতেনই না আম্পায়ার জেসি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘এতদিন ধরে আম্পায়ারিং করার পর একটা জায়গায় যাওয়ার পরেই বিসিবি আমাকে এই জায়গায় দায়িত্ব দিছে। আমি ছেলেদের লিজেন্ড লিগ বা অন্যান্য জায়গায় আম্পায়ারিং করে আসছি কোনো জায়গায় এরকম কিছু হয়নি। এই প্রথম এই ধরণের একটা...আমি জানতাম না আমি শুনিনি পরে নিউজ দেখে শুনলাম। অফিসিয়াল কিছু জানিনা। নিউজটা দেখার পর খারাপ লাগছে স্বাভাবিক, এরকম হলে তো ঠিক হয়নি তাই না?’

এদিকে সিলেটে বাংলাদেশ ও ভারতীয় মেয়েদের সিরিজে প্রথম দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। তাই এ নিয়ে ভাবতে চান না জেসি, তার মনোযোগ এখন বাংলাদেশ–ভারত সিরিজে। তিনি বলেন, ‘মিঠু ভাই (আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু) বলেছেন আমি যেন মন খারাপ না করি। এগুলো নিয়ে মন খারাপ করলে ইফেক্ট পড়তে পারে, মন খারাপ থাকলে তো পিছিয়ে যাব আমি। যেন মন খারাপ না করি, টেনশন না করি। আমার কাজ ছিল ভালো আম্পায়ারিং করা, সেটা আমি করে আসছি।’

আম্পায়ার জেসিকে নিয়ে বিতর্কের পর মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু জানান, ‘আমরা আসলে আপত্তি তুলিনি। আমরা এমনিতে বলাবলি করছিলাম যে ম্যাচের মেরিট অনুযায়ী তো এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না। আমরা বলছিলাম এত বড় ম্যাচে আরও ভালো আম্পায়ার দরকার ছিলো। আমরা অফিসিয়ালি অভিযোগ করিনি, অফিসিয়ালি অভিযোগ করব কেন। আমরা ওরকমভাবে রিপোর্ট টিপোর্ট করিনি। আমাদের ধারণা ছিল তিনি নতুন আম্পায়ার, লিস্ট-এ ক্রিকেটে এ বছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই অভিজ্ঞতা কম। আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই।’

প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন বলেন, ‘মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি। আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করছিলাম। মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় নাই, যেটা হয় নাই সেটা দিছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি। এমনিতে নিজেরা আলাপ করেছি। সিসিডিএমের কাউকে বলিনি। নিজেরাই আলাপ করেছি। সেটা তার অনভিজ্ঞতার জন্যই।’

উল্লেখ্য, আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারীদের এশিয়া কাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করবেন জেসি। এছাড়া গত বছর হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি। আর গেল বৃহস্পতিবার ডিপিএলে প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করেছেন টাইগ্রেস সাবেক এই ক্রিকেটার।  আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ মিলতে পারে বাংলাদেশি নারী আম্পায়ারদের।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা