× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০ লেগ স্পিনার নিয়ে বিসিবির ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৩৭ পিএম

৮০ লেগ স্পিনার নিয়ে বিসিবির ক্যাম্প

আধুনিক ক্রিকেট বিশ্বে দাপট দেখাচ্ছেন লেগ-স্পিনাররা। বিশেষ করে এশিয়ান দেশগুলোতে বর্তমানে লেগ স্পিনারদের জয়জয়কার চলছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বোধহয় কেবলই বাংলাদেশ। অফস্পিন ও বাঁহাতি স্পিনারদের ভিড়ে এতদিনেও মানসম্পন্ন একজন লেগ-স্পিনার খুঁজে পায়নি টাইগাররা। এই অভাব পূরণের লক্ষ্যে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সারাদেশ থেকে বাছাইকরা ৮০ জন লেগ স্পিনারকে নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মেহমুদের নেতৃত্বে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেগ-স্পিনার বাছাই করে ৮০ জনের তালিকা তৈরি করেছে। তাদের আবার পরখ করে দেখতে আগামী ২ এবং ৩ মে সময় চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে লেগ স্পিনারদের নিয়ে এই ক্যাম্প। 


গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। খুঁজে বের করেছি ৮০ জনকে। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী...সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে।’


এসব তরুণ প্রতিভা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তাও জানিয়েছেন সুজন, ‘শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরও ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’


এই ক্যাম্প থেকে লেগ-স্পিনার পেতে আশাবাদী সুজন, ‘আমাদের এখন অনেক লেগ-স্পিনার উঠে আসছে। আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এজন্য লেগ-স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ-স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ-স্পিনার পাওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা