× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি লিগ ওয়ান

শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৩:৩৪ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৩:৪০ পিএম

ম্যাচে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে; ছবি : সংগৃহীত

ম্যাচে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে; ছবি : সংগৃহীত

জিতলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লা হাভ্রের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। অবনমনের লড়াইয়ে থাকা দলটির হারিয়ে লিগ টাইটেল উদযাপনের জন্য সমর্থকরাও প্রস্তুত ছিলেন। কিন্তু শিরোপার কাছে এসে কেমন অচেনা এক পিএসজিকে দেখল বিশ্ব। লা হাভ্রের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত কোনোমতে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। 

শনিবার (২৭ এপ্রিল) ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা লে হাভ্রের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। ৩১ ম্যাচ শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসিয়ানরা। এক ম্যাচ কম খেলা মোনাকো ১২ পয়েন্ট পিছিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আর ৩১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে লা হাভ্রে। 


 এদিন পিএসজির শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। তবে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে পড়ে লুইস এনরিকের দল। বক্সের বাঁ দিক থেকে গোল করেন লা হাভ্রের ডিফেন্ডার ক্রিস্টোফার। এর ১০ মিনিট পরেই সমতায় ফেরে পিএসজি। তরুণ ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা কাছে থেকে গোল করেন। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি পিএসজি। ৩৮ মিনিটে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ু গোল করে ফের হাভ্রেকে এগিয়ে দেন।


দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলেকে তুলে এমবাপ্পেকে নামান এনরিকে। তবে শুরুতে এমবাপেও স্বাগতিকদের আধিপত্য এনে দিতে পারেননি। ৬১ মিনিটে স্বাগতিকদের স্তম্ভিত করে হাভ্রের হয়ে ব্যবধান বাড়ান গিনিয়ান মিডফিল্ডার আব্দুলাই তুরে। স্মরণীয় জয়ের স্বপ্নে বিভোর তখন সফরকারীরা। তবে ৭৮ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। ম্যাচে ফেরে পিএসজি।


তবে শেষ গোলটির দেখা কিছুতেই মিলছিল না। গত বছর সেপ্টেম্বরের পর লিগে প্রথম হারের মুখে তখন পিএসজি। অবশেষে প্যারিসিয়ানদের ত্রাতা হয়ে আসেন বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হেডে দলকে সমতায় ফেরানো গোলটি এনে দেন।  এতে ৩-৩ গোলের সমতায় ম্যাচ শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা