× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিময় ম্যাচে শীর্ষস্থান ধরে রাখল মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১২:৩০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১২:৩৪ পিএম

মেসিময় ম্যাচে শীর্ষস্থান ধরে রাখল মিয়ামি

যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি যেন ছুটেই চলেছেন। বয়স ৩৬ হয়ে গেলেও আর্জেন্টাইন মহাতারকা এখনও যেন প্রানবন্ত। ইন্টার মিয়ামির জার্সিতে গোল করেই যাচ্ছেন তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন মেসি। সবশেষ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে আবার জোড়া গোল করে পিছিয়ে পড়া ফ্লোরিডার ক্লাবটিকে জয় এনে দিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। 

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে আজ রবিবার সকালে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা। ১১ ম্যাচে ৬টি জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে তারা। দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে মেসির দল। দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিরও সমান ২১ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে তারা। 


এবারের এমএলএসে নিজের গোলটালিটা ৯-এ নিয়ে গেছেন মেসি। এর মধ্যে জোড়া গোল করেছেন তিন ম্যাচে। বাকি চার ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচ গোলবঞ্চিত ছিলেন তিনি। আজকের জোড়া গোলে রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গোকে (৮) ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। 


অবশ্য জিলেট স্টেডিয়ামে দর্শকরা ঠিকমতো আগেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের ৪০ সেকেন্ডেই ক্যানসেলোর গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। এরপর দলকে সমতায় ফেরাতে মেসি সময় নেন ৩২ মিনিট। রবার্ট টেলরের অ্যাসিস্টে অসাধারণ এক গোলে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। এতে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।


দ্বিতীয়ার্ধে মিয়ামিকে এগিয়ে দেওয়ার কাজটিও করেন মেসি। ৬৭ মিনিটে সের্হিও বুসকেতসের রক্ষণচেরা এক পাস থেকে গোল করেন খুদে জাদুকর। হ্যাটট্রিকের দেখা না পেলেও অন্য দুটি গোলেও অবদান রাখেন মেসি। ৮৮ মিনিটে লুইস সুয়ারেজের করা সেই গোলটি এসেছে মেসির দুর্দান্ত এক পাস থেকেই। এর আগে ৮৩ মিনিটে বেঞ্জামিন ক্রিমাশ্চি যে গোলটি করেছেন, সেটিতেও জড়িয়ে আছে মেসির নাম। মেসির বাঁ পায়ের দুর্দান্ত শট নিউ ইংল্যান্ডের গোলকিপার সামনে পাঞ্চ করে দেন। বল চলে যায় বক্সের মধ্যেই দাঁড়িয়ে থাকা ক্রিমাশ্চির কাছে। সহজেই বল জালে জড়ান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা