× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল ক্রিকেটের দেশসেরা ১৫ তরুণ পেল শিক্ষাবৃত্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ২১:২৮ পিএম

স্কুল ক্রিকেটের দেশসেরা ১৫ তরুণ পেল শিক্ষাবৃত্তি

দেশীয় ক্রিকেটের সবচেয়ে বৃহৎ আয়োজন জাতীয় স্কুল ক্রিকেট। ২০১৫ সাল থেকে এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছে বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড। প্রতিবছর সারা দেশের প্রায় ১২ হাজার খুদে ক্রিকেটার অংশ নেয় এই ক্রিকেট আসরে। দুই বছর যাবত মৌসুমের দেশসেরা ১৫ তরুণ ক্রিকেটারকে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক। এবার ২০২২-২৩ মৌসুমের দেশসেরা ১৫ তরুণ ক্রিকেটারের শিক্ষাবৃত্তির অর্থ তুলে দিয়েছে পৃষ্ঠপোষক কোম্পানিটি।

শনিবার (২৭ এপ্রিল) সারা দেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৩-২৪ মৌসুমের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ দুপুরে মিরপুরে বিসিবির মিডিয়া লাউঞ্জে স্কুল ক্রিকেটের গত মৌসুমের দেশসেরা ১৫ ক্রিকেটার নিয়ে গঠিত প্রাইম ব্যাংক কমবাইন্ড জাতীয় স্কুল ক্রিকেট দলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি। এ সময় তাদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৩-২৪ মৌসুমের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার ট্রফি উন্মোচন; ছবি: সংগৃহীত 

এ সময় বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবির পরিচালক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা, প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারিক এবং বিসিবি ও প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে বিসিবির উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের অনেকেই এখন জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছে। অনেকেই পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ক্রিকেটের পাশাপাশি সেরা ক্রিকেটাররা যেনো পড়াশোনা চালিয়ে যেতে পারেন সে কারণেই শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে।‌

২০২১-২২ আসর থেকে দেশসেরা ক্রিকেটারদের নিয়ে প্রাইম ব্যাংক কম্বাইন্ড জাতীয় স্কুল ক্রিকেট টিম গঠনের সিদ্ধান্ত নেয় বিসিবি। আর সে দলে সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটারকে শিক্ষা বৃত্তি দেয়ার ঘোষণা দেয় প্রাইম ব্যাংক। বেশ কয়েক ধাপে বিসিবির জুনিয়র নির্বাচকরা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এবারও ২০২২-২৩ মৌসুমের সেরা ১৫ ক্রিকেটারকে শিক্ষা বৃত্তি দিলো ব্যাংকটি। দলে সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটার ৬০ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি হাতে পেয়েছেন।

বৃত্তি পাওয়া ১৫ ক্রিকেটার হলেন- শেখ ইমতিয়াজ শিহাব (রংপুর), মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (যশোর), মো. মারুফ হোসেন (দিনাজপুর), মো. শাহরিয়ার রাফিন (বগুড়া), আল-আমিন হোসেন রনি (ফেনি), মো. শাহরিয়ার রহমান (দিনাজপুর), আহসানুল হক মাহিম (টাঙ্গাইল), মো. আরেফিন নুর সিফাত (পঞ্চগড়), মো. হৃদয় হোসেন (ঢাকা মেট্রো), মো. শামিউল ইসলাম শুভ (রংপুর), শাদ ইসলাম রাজিন (ফরিদপুর), নাদিম হোসেন (মানিকগঞ্জ), রিয়াদুল (মানিকগঞ্জ), মো. ইসলাম খলিফা (ঝালকাঠি) ও তাওয়াফ মাশরাফি (ঢাকা মেট্রো)।

উল্লেখ্য, দেশের ৩৫২ স্কুলের অংশগ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৩-২৪ মৌসুমের জেলা পর্যায়ের ৫৭৯ ম্যাচ। জেলা চ্যাম্পিয়নরা এবার অংশ নেবে বিভাগীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। বিভাগীয় পর্যায়ের ৫৭ ম্যাচ শেষে ৭ বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা