× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ: জ্যোতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৮:৩৪ পিএম

ভারত সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি; ছবি: আ. ই. আলীম

ভারত সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি; ছবি: আ. ই. আলীম

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আইসিসির মেগা এই ইভেন্টের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারতের মেয়েরা। বৈশ্বিক এই আসরের আগে ভারতের বিপক্ষে এই সিরিজকে প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ভারতের বিপক্ষে এই সিরিজ নিয়ে জ্যোতি বলেন, ‘আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ, আমাদের জন্যও।

তিনি আরও বলেন, ‘ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং দলটা যে কঠিন সময় পার করে এসেছে। সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নেই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আর কালকের ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।

দেশে এখন তীব্র তাপদাহ চলছে। এই গরমের মধ্যে ম্যাচ খেলার প্রসঙ্গে নাহিদা বলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে...আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজটা বাংলাদেশের জন্য কিছুটা সুখকরই বটে। সেবার টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেসরা সিরিজ হারে ২-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে আম্পারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশ দল নিয়েও বাজে মন্তব্য করেছিলেন তিনি। তার অপেশাদার আচরণ নিয়ে সে সময় ক্রিকেট বিশ্বে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছিল। তবে সে সব নিয়ে এখন ভাবছেন না নাহিদা, ‘আমরা ওটা চিন্তা করছি না। আমরা চিন্তা করি মাঠে কীভাবে ভালো ক্রিকেট খেলব, কীভাবে জয় পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা