× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ক্রিকেট বেসবল হয়ে যাচ্ছে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৬:৩৫ পিএম

পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান; ছবি : সংগৃহীত

পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান; ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২৬০ রানও নিরাপদ নয়! আইপিএলে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচের পর এমনটাই মনে হচ্ছে সবার। কেকেআরের ২৬২ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে তাড়া করে নিয়েছে পাঞ্জাব। এমন অবিশ্বাস্য জয়ের পর পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান বলছেন, ক্রিকেট এখন রূপ নিচ্ছে বেসবলে। 

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও সুনীল নারাইনের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬১ রান করেছিল কলকাতা। জবাবে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রবসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের ফিফটিতে ১৮.৪ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব।

এ ম্যাচে শুধু দর্শক নয়, পাঞ্জাবের ক্রিকেটারদের কাছেও যেন এ কীর্তি ছিল অবিশ্বাস্য। সেই অবিশ্বাস প্রকাশ পেয়েছে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের কথাতেও। ম্যাচ শেষে কারান বলেন, ‘ক্রিকেট বেসবলে রূপ নিচ্ছে, তাই না? এটা সত্যি দুর্দান্ত ছিল। কোথা থেকে শুরু করব? এ দুই পয়েন্ট পেয়ে আমরা অনেক আনন্দিত। এমন ম্যাচগুলো বিস্ময়কর। দল হিসেবে আমাদের কয়েক সপ্তাহ বেশ কঠিন গিয়েছে। আমরা দলগুলোকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম। স্কোরের কথা ভুলে যান। আমার মনে হয় আমাদের জয়টা প্রাপ্য।’

এ মহাকাব্য রচনার নেপথ্যের নায়ক পাঞ্জাব কিংসের ওপেনার জনি বেয়ারস্টো। ৪৮ বল মোকাবিলা করা বেয়ারস্টো ১০৮ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তার আগের ৬ ম্যাচ মিলে রান ছিল মাত্র ৯৬। বেয়ারস্টোর এমন প্রত্যবর্তনে দারুণ খুশি তার স্বদেশি সতীর্থ কারান, ‘দুইটি খেলায় সে (বেয়ারস্টো) বাইরে ছিলেন। তাকে দেখে মনে হয়েছে সে রান করার জন্য মুখিয়ে ছিল। সে দেখিয়েছে সে কতটা দারুণ খেলোয়াড়। আমি তার জন্য অনেক খুশি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা