প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ২১:২৩ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ২১:৪৭ পিএম
লিগ শুরুর এক দিন আগে শুক্রবার বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একই ফ্রেমে বন্দি দলগুলোর প্রতিনিধিরা। ছবি : আলী হোসেন মিন্টু
মেয়েদের ফুটবল লিগ শুরুর আগেই বড় ধাক্কা! লিগ শুরুর তিন দিন আগে হঠাৎ পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শেষ মুহূর্তে অবশ্য স্পন্সর খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক মৌসুমের জন্য টাইটেল স্পন্সর করতে এগিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। স্পন্সর মিললেও অসংগতি থেকেই যাচ্ছে। নানা অব্যবস্থাপনা নিয়ে অবশেষে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে মেয়েদের লিগের ষষ্ঠ আসর। উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব ও আতাউর রহমান ভূঁইয়া সিএসসি। বিকাল পৌনে ৪টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাফুফের ইউটিউব চ্যানেল।
লিগ শুরুর আগে শুক্রবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। ৯টি দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের নারী ফুটবল লিগ। দলগুলো হচ্ছে- নাসরিন স্পোর্টস একাডেমি, আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ, ফরাশগঞ্জ স্পোর্টিং, ঢাকা রেঞ্জার্স, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ ও সদ্য পুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। ক্লাবগুলোর অধিনায়ক ও স্পন্সরকে পরিচয় করিয়ে দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে উঠে আসে নানা অসংগতির চিত্র। যার সব উত্তর যেন জানা নেই বাফুফের কাছে। আবার থাকলেও এড়িয়ে গেছেন দায়িত্বে থাকা কর্তারা।
নারীদের লিগে এর আগে টানা তিনবার স্পন্সর হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। তাদের সঙ্গে চুক্তি ছিল এবারের লিগেও। কিন্তু লিগ শুরুর তিন দিন আগে কোনো কারণ না দেখিয়েই স্পন্সর করতে অস্বীকৃতি জানায় বসুন্ধরা। এ ব্যাপারে তারা বাফুফেকে একটি চিঠি দিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে বাফুফেও অনুরোধ করে চিঠি দেয়। তবে সেই চিঠির কোনো উত্তর মেলেনি এখনও। উপায় না দেখে শেষমেশ স্পন্সর খুঁজতে নামে বাফুফে। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে বসুন্ধরার না থাকা নিয়ে। এর উত্তরে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘আমি বলতে পারব না। তারা (বসুন্ধরা) বলেছে অনিবার্য কারণে স্পন্সর করতে পারবে না। আপনারা বরং এই প্রশ্নটা বসুন্ধরাকেই করেন।’
# বিদ্যুৎ বিল বাঁচাতে নেই ফ্লাডলাইটের ব্যবস্থা
# খেলা হবে দিনের আলোয় ‘চোটের ফাঁদ’খ্যাত কমলাপুরের তাপবর্ধক সিনথেটিক টার্ফে
# গত বছরের লিগ শুরু হচ্ছে এবার
# হঠাৎই স্পন্সর বদল
একটা সময় ফুটবলপাড়ায় কান পাতলেই অভিযোগ শোনা যেত কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে। অভিযোগ করেছেন ফুটবলার থেকে শুরু করে কোচ, সাবেক খেলোয়াড় ও বিশেষজ্ঞরা। কিন্তু তাতে কখনই টনক নড়েনি বাফুফের। বরং বারবার তারা খেলোয়াড়দের দিয়ে খেলিয়েছেন এই টার্ফে। যেটিকে অনেকেই ‘চোটের ফাঁদ’ বলেও উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে, মাঠের তাপ শোষণের আলাদা ক্ষমতা থাকে, যেটি থাকে না টার্ফে। যদিও এবারের লিগ শুরুর আগে সেসব বিষয় ভাবেনি বাফুফে। দেশে চলছে রেকর্ড দাবদাহ, আর এর মধ্যেই মাঠে গড়াচ্ছে লিগ। কিন্তু সেটি যদিও সন্ধ্যার পর আয়োজন হতো, তবে হয়তো বিষয়টি নিয়ে কথা উঠত না। কেননা সন্ধ্যার পর তাপমাত্রা কমতে থাকে। বাফুফে বিষয়টি মাথায়ই রাখেনি। টাকা বাঁচাতেই দিনের বেলায় খেলা আয়োজন করা হচ্ছে। এই ইস্যুতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তার ব্যাখ্যায় বলেন, ‘আমরা রাতের বেলায় খেলা আয়োজন করলে লিগের খরচ বেড়ে যেত। প্রতি ম্যাচের জন্য আমাদের ১৩ হাজার টাকা ফ্লাডলাইট খরচ বাবদ দিতে হতো। সেটি বহন করার সক্ষমতা আমাদের নেই।’
নারী ফুটবল আয়োজন নিয়ে বাফুফের গড়িমসি নতুন করে বলার কিছু নেই। ২০১১-১২ এবং ২০১২-১৩ মৌসুমের পর ছয় বছরের বিরতি। এরপর ২০১৯ সাল থেকে টানা তিনবার আয়োজন করা হয় মেয়েদের লিগ। তবে গত বছর টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। সেটিই এবার আয়োজন করতে যাচ্ছে বাফুফে। যদিও কর্তারা এই বিলম্বকে অধারাবাহিক বলতে রাজি নন। এই বছর দুটি লিগ আয়োজনের কথা বলছে বাফুফে।
এত অব্যবস্থাপনার মধ্যেও মাঠে লড়াইয়ের আশা ফুটবলারদের। ৯ দলের লিগে আগের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা দেখছেন খেলোয়াড়রা। নিজেদের সর্বোচ্চটুকু নিয়ে মাঠে নামতে প্রস্তুত মেয়েরা। তারকাখচিত নাসরিন একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘যেসব ক্লাব মেয়েদের এই লিগে অংশগ্রহণ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এখানে প্রত্যেকটা ক্লাবই আমি মনে করি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। আমাদের দলে জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছে। কিন্তু অন্য দলগুলোতেও দারুণ কিছু ফুটবলার আছে। যারা বয়সভিত্তিক দলগুলোতে পারফর্ম করেছে। তাই আমি মনে করি, এবারের লিগ অনেক জমজমাট হবে। দলগুলোর মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। ’