প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ২১:১৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ২২:০৫ পিএম
বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি; ফাইল ছবি
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারীদের এশিয়া কাপে প্রথমবারের
মতো আম্পায়ারিং করবেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের এই নারী আম্পায়ারকে এরই মধ্যে
মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩৩ বছর বয়সি এই আম্পায়ার
জানান, ‘জুলাইতে এশিয়া কাপে আম্পায়ারিং করব। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।’
গত বছর হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা
রয়েছে জেসির। চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপেও আম্পায়ারিংয়ের
দায়িত্ব পালন করেন তিনি। বৃহস্পতিবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
টুর্নামেন্ট ডিপিএলেও প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করেছেন টাইগ্রেস সাবেক এই ক্রিকেটার।
২০১১ সালে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল
জেসির। তবে মাত্র তিন ম্যাচেই থেমে গিয়েছিল সাবেক এই অফ স্পিনারের যাত্রা। সেই জেসির
পুরো মনোযোগ এখন আম্পায়ারিংয়ে। এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব
পালন করেছেন তিনি। যার সুবাদে গত মাসেই আইসিসি আম্পায়ারিং
ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করা হয় তাকে।
এদিকে গত ফেব্রুয়ারি থেকে সাথিরা ও তার
সতীর্থ রোকেয়া সুলতানাকে প্রথমবারের মতো বেতনের আওতায় এনেছে বিসিবি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে
দেশের মাটিতে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বাংলাদেশের আম্পায়ারদের
প্রতিনিধিত্ব থাকে, সেজন্যই নারী আম্পায়ারিং নিয়ে বিসিবির এই উদ্যোগ। বৈশ্বিক
মঞ্চে দায়িত্ব পালনের জন্য এখন নিজেকে প্রস্তুত করছেন জেসি, ‘আমি বিভিন্ন আন্তর্জাতিক
টুর্নামেন্ট করছি নিয়মিত। ঘরের মাঠে বিশ্বকাপ তো অবশ্যই স্বপ্ন দেখি। আমি প্রস্তুত
বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য।’