× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

গেইল-বোল্টের সঙ্গী যুবরাজ সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ২১:১৫ পিএম

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং; ফাইল ছবি

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং; ফাইল ছবি

১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই বৈশ্বিক আসরের জন্য দুই ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও উসাইন বোল্টকে অ্যাম্বাসেডর করেছিল আইসিসি। এবার ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকেও অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।   

শুক্রবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যুবরাজের অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি জানিয়েছে আইসিসি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত হয়ে আছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় আইসিসি। বিশ্বকাপে বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে ৪২ বছর বয়সি এই তারকাকে। ৯ জুনের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচেও থাকবেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়ে নিজের স্মৃতি রোমন্থন করেছেন যুবরাজ, ‘আমার খুব প্রিয় কিছু স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে, যেখানে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর ঘটনাও রয়েছে। ফলে এই আসরের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি দারুণ হতে যাচ্ছে। যা কিনা আবার সবচেয়ে বড় আসর হওয়ার পথে রয়েছে।’

যোগ করেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা, যেখানে সমর্থকরা খেলা দেখতে চলে আসার বিষয়টি দারুণ আবহ সৃষ্টি করে। এ ছাড়া ক্রিকেট যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে তার অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ যেকোনো খেলাতেই এ বছরের অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে। নতুন স্টেডিয়ামে দুনিয়ার সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারার বিষয়টি বেশ সম্মানজনক হতে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা